একটি বিশ্বস্ত ও দায়ীত্বশীল কুরিয়ার সার্ভিস আমাদের ব্যক্তিগত ও পেশাগত জীবনে খুবই গুরুত্বপূর্ণ। আমরা প্রায় সবাই জীবনে কখনও না কখনও পার্সেল ডেলিভারির জন্য কোনো না কোনো কুরিয়ার সার্ভিস ব্যবহার করেছি। অনলাইন ব্যবসায়ীদের পুরো ব্যবসাই নির্ভর করে কুরিয়ারের উপর। নির্ভরযোগ্য কোনো ডেলিভারি পার্টনার না পাওয়া গেলে পার্সেল হারিয়ে যাওয়া, ক্ষতিগ্রস্থ হবার মতো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে। এতে লোকসান গুনতে হয়, ব্যবসার সুনামও নষ্ট হয়।
দেশের কুরিয়ার সার্ভিসগুলোর মধ্যে অন্যতম বিশ্বস্ত একটি নাম Lalamove। শুধু আমাদের প্রিয় ঢাকা শহরই নয়; হংকং, সিঙ্গাপুর, থাইল্যান্ড, মালয়েশিয়া, ভিয়েতনাম, ফিলিপাইন, তাইওয়ান, ইন্দোনেশিয়া, ব্রাজিল, মেক্সিকোসহ বিভিন্ন দেশের মোট ২১ টি শহরে বর্তমানে Lalamove সুনামের সাথে কাজ করছে।
সাশ্রয়ী ডেলিভারি চার্জের বিনিময়ে পার্সেল ডেলিভারির সুযোগের পাশাপাশি Lalamove দিচ্ছে কুপন কোড ব্যবহারের সুবিধা। কুপন কোড ব্যবহারের মাধ্যমে আপনি পেতে পারেন পার্সেল ডেলিভারির ক্ষেত্রে আকর্ষণীয় ডিসকাউন্ট। কুপন কোড সম্পর্কে জানার আগে, চলুন একনজর দেখে নেয়া যাক Lalamove কিভাবে কাজ করে, লালামুভ সার্ভিস ব্যবহারের সুবিধাগুলো কী কী।
লালামুভ দিন-রাত চব্বিশ ঘন্টা কাজ করে।আপনাকে যে কোনও সময় ডেলিভারির সময় নির্ধারণ করতে দেয়। এই প্রতিষ্ঠানটি অন-ডিমান্ড ডেলিভারি এবং একই দিনে ডেলিভারি করতে সক্ষম।
Lalamove মূলত ট্রাকের মাধ্যমে পণ্য সরবরাহ করার জন্য পরিচিত। কিন্ত, এই প্রতিষ্ঠানটি যে শুধু ট্রাকের মাধ্যমেই ডেলিভারি করে তা নয়। পণ্য পাঠানোর জন্য Lalamove এর রয়েছে বিভিন্ন ধরনের যানবাহন। যেমন, মোটর সাইকেল, সেডান, ১ টন ও ২ টন কাভার্ড ভ্যান ইত্যাদি। ট্রাকের মধ্যেও রয়েছে প্রয়োজনমতো ১ টন কিংবা ২ টন ট্রাক বেছে নেবার সুবিধা।
ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য রয়েছে লালামুভের মোটরসাইকেল।
সর্বনিম্ন রেটে মাল্টি-স্টপ ডেলিভারির সুবিধা Lalamove কে করেছে আর সবার চেয়ে আলাদা।
লালামুভের মাধ্যমে সাধারণত কম খরচেই পণ্য পাঠানো যায়। তবে এই খরচ কমানোর আরও সুযোগ আছে। নিয়মিত ব্যবহারে আপনি পেতে পারেন লালামুভ কুপন। কুপন কোড ব্যবহারের মাধ্যমে ডেলিভারির ক্ষেত্রে আপনি পাবেন বিশেষ ডিসকাউন্ট।
আপনার লালামুভ অ্যাপ ব্যবহারের পরিমাণের উপর নির্ভর করবে আপনি কত বেশি ডিসকাউন্ট পাবেন। যত ঘন ঘন এই সার্ভিসটি ব্যবহার করে পণ্য ডেলিভারি করবেন, আপনার প্রাপ্ত ডিসকাউন্টের পরিমাণও ততই বেশি হবে।
অপ্ট-ইন কোড (Promo Code)
এই ধরণের কুপনের সুবিধা পেতে কুপন অপশনে গিয়ে কুপন কোডটি লিখে যোগ করতে হয়।
ওয়ালেট কুপন
এ ধরণের কুপন সাধারণত আপনার অ্যাপ ব্যবহারের পরিমানের উপর ভিত্তি করে আপনার ওয়ালেটে আপনা আপনি যোগ করে দেয়া হয়।
সার্ভিসের ধরন এবং যানবাহনের প্রকারভেদের উপর ভিত্তি করে Lalamove এর রয়েছে কয়েকটি কুপন কোড। যেমন-
এই কোডটি হোম শিফটিং সার্ভিসের ক্ষেত্রে প্রযোজ্য। হাউজ মুভিংয়ের জন্য ১ টন বা ২ টন ট্রাক অথবা কাভার্ড ভ্যান ভাড়া করলে এই কোডটি ব্যবহার করতে পারবেন।
LALAHOME কুপন কোড ব্যবহারে আপনি পাবেন হোম শিফটিংয়ের ক্ষেত্রে সর্বোচ্চ ৬০% পর্যন্ত ছাড়।
এই কুপন কোডটি যেকোনো সার্ভিসের ক্ষেত্রে প্রযোজ্য। আপনি ট্রাক, সেডান, বাইক যা-ই ভাড়া করুন না কেন, এই কুপন কোডটি ব্যবহার করতে পারবেন। LALAEASY কুপন কোড ব্যবহার করে আপনি সর্বোচ্চ ৪০% পর্যন্ত ছাড় পেতে পারেন।
কাভার্ড ট্রাক এবং বাইকের ডেলিভারির ক্ষেত্রে এই কুপন কোডটি প্রযোজ্য। LALARAIN কুপন কোড ব্যবহার করে আপনি সর্বোচ্চ ৪০% পর্যন্ত ছাড় পাবেন।
এছাড়াও আপনার প্রথম অর্ডার, ঈদ ইত্যাদি আরও নানা উপলক্ষ্যে লালামুভ কুপন কোড প্রদান করে থাকে। যেমন, প্রথম অর্ডারের জন্য LALAMOVE, কোরবানীর পশু পরিবহনের জন্য LALAHAMBA ইত্যাদি আরও অনেক কিছু। এইসব কুপন কোড এবং অফারের আপডেট নিয়মিত পেতে চোখ রাখুন আপনার ফোনে ইন্সটল করা Lalamove app এবং লালামুভের ফেসবুক পেইজে।
LALA1212
এবার লালামুভ নিয়ে এসেছে সীমিত সময় এর জন্য ১২.১২ ক্যাম্পেইন। LALA1212 কুপন কোড তা ব্যবহার করে আপনি পেয়ে যাবেন ৪৫% ছাড় ১ টন ট্রাক এর উপর!
১২-১৪ ডিসেম্বর এ উপভোগ করে ফেলুন এ অফার টি!
Refer a friend অপশনের মাধ্যমে কোনো বন্ধু বা পরিচিত কাউকে রেফার করার মাধ্যমে আপনি ডিসকাউন্ট কুপন কোড পেতে পারেন। এক্ষেত্রে আপনার এমন একজনকে রেফার করা প্রয়োজন, যিনি আগে কখনও Lalamove এ অর্ডার করেননি।
আপনি কাউকে রেফার করার পর তিনি ১৭৫ টাকার কুপন পাবেন। কুপনটি ব্যবহার করলে তিনি তার প্রথম অর্ডারে ১৭৫ টাকা ছাড় পাবেন।
তিনি যদি অফারটি গ্রহন করে Lalamove এ তাঁর প্রথম অর্ডার প্লেস করেন, তাহলে তার অর্ডার সম্পন্ন হবার পর আপনার ওয়ালেটে কুপনটি যোগ করা হবে।
মেনু অপশন ক্লিক করুন
"মেনু" অপশনে গিয়ে "ওয়ালেট"-এ ট্যাপ করুন।
কুপন অপশনে ক্লিক করুন
অর্ডারের সময় পেমেন্ট পদ্ধতি সিলেক্ট করার পরই কুপন অপশন দেখতে পারবেন।
কুপন কোডটি লিখুন
এখানে কোডটি লিখে "Add" অপশনটি ক্লিক করবেন এবং এরপর আপনার কাছে একটি নোটিফিকেশন দেয়া হবে।
কুপন যোগ হওয়ার পরে সকল কুপনের তথ্য জানতে পাশের অ্যারো সাইনে ট্যাপ করুন।
৬
কুপন সিলেক্ট করুন
নিজের কুপন লিস্টে থাকা কুপন সিলেক্ট করে উপভোগ করুন আকর্ষণীয় ছাড়।
আপনার মূল বিলে ডিস্কাউন্ট সহ মূল্য দেখানর পর "Check Out" অপশনে ট্যাপ করে অর্ডার কনফার্ম করুন।
এভাবে বিভিন্ন সময়ে, বিভিন্ন উপলক্ষ্যে Lalamove এর কুপন কোডগুলো ব্যবহার করে আপনি কুরিয়ার সার্ভিসের খরচ অনেকগুণ কমিয়ে আনতে পারবেন।