Lalamove বাংলাদেশের শীর্ষস্থানীয় কুরিয়ার সার্ভিসগুলোর মধ্যে একটি। এটি দেশের সর্ববৃহৎ ডেলিভারি প্লাটফর্ম। দিন-রাত ২৪ ঘন্টা সচল এই কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ঢাকার এক স্থান থেকে অন্য স্থানে হাল্কা-ভারী যেকোনো ধরনের পণ্য অল্প খরচেই পরিবহন করা যায়। বিশেষত, ঝামেলাহীনভাবে বাসা বদলের সার্ভিসের জন্য Lalamove খুবই জনপ্রিয়। তবে, প্রয়োজনমাফিক ছোট পার্সেল, নথিপত্র ইত্যাদি পরিবহনের জন্য মোটর সাইকেল এবং সেডান ব্যবহারেরও সুযোগ রয়েছে।
Lalamove কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পণ্য পাঠানোর নিয়ম খুবই সোজা। আপনাকে শুধুমাত্র একটি মোবাইল অ্যাপ ইন্সটল করতে হবে। ব্যবসায়ী, ব্যক্তিগত পার্সেল পাঠানো এবং ড্রাইভার হিসেবে কাজ করার জন্য রয়েছে ভিন্ন ভিন্ন অ্যাপ। অ্যাপগুলো আইওএস এবং অ্যান্ড্রোয়েড দুই প্লাটফর্মের জন্যই রয়েছে। অ্যাপ স্টোর কিংবা গুগল প্লে থেকে অ্যাপ ডাউনলোড করে নেওয়া যাবে। মোবাইল অ্যাপের বিকল্প হিসেবে Lalamove এর ওয়েবসাইট ব্যবহার করেও আপনি অর্ডার প্লেস করতে পারবেন।
স্মার্টফোন ব্যবহারকারীদের জন্য আমাদের সেবাগুলোকে আরও সহজলভ্য করে তুলতে আমাদের রয়েছে Lalamove মোবাইল অ্যাপ। মোবাইল ফোনের মাধ্যমে সহজেই আপনি Lalamove এ অর্ডার প্লেস করতে পারবেন। অ্যান্ড্রয়েড এবং আইওএস-উভয় প্লাটফর্মেই আমাদের অ্যাপ ব্যবহার করা যায়।
ওয়েবসাইটের মাধ্যমে ফ্লিট ম্যানেজমেন্ট এবং একসাথে অনেকগুলো অ্যাড্রেস ইম্পোর্ট করা সুবিধাজনক।
কর্পোরেট গ্রাহকদের জন্য Lalamove এর রয়েছে এপিআই ইন্টিগ্রেশনের সুবিধা।
Lalamove একটি মাল্টিন্যাশনাল অন-ডিমান্ড ডেলিভারির প্রতিষ্ঠান। এটি প্রতিষ্ঠিত হয় ২০১৩ সালে। Lalamove এর হেড অফিস হংকংয়ে অবস্থিত। বাংলাদেশ, তাইওয়ান, সিঙ্গাপুর,থাইল্যান্ড, ভিয়েতনাম,ফিলিপাইন, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, জাপান, মেক্সিকো এবং ব্রাজিলে বর্তমানে Lalamove এর কার্যক্রম চলছে। বাংলাদেশে আমাদের কার্যক্রম শুরু হয় ২০২২ সালে। সেই থেকে দেশের কুরিয়ার সার্ভিসের জগতে সুনামের সাথে কাজ করে আসছে Lalamove।
গত ১১ বছর ধরে ৮ মিলিয়নেরও বেশি সংখ্যক গ্রাহককে সেবা দিয়ে যাচ্ছে Lalamove। সফলভাবে সম্পন্ন করেছে ৫০০ মিলিয়নেরও বেশি সংখ্যক ডেলিভারি। গ্রাহকদের পছন্দ অনুযায়ী বিভিন্ন স্থানে, যেকোনো সময়ে ডেলিভারি পণ্য ডেলিভারির জন্য কাজ করে চলেছেন ১৮ লাখেরও বেশি সংখ্যক ড্রাইভার পার্টনার।
সারা বিশ্বে গ্রাহকদের সেবায় দিনরাত নিয়োজিত রয়েছেন Lalamove এর ২০০০ এরও বেশি নিবেদিতপ্রাণ কর্মী।
পার্সেল ডেলিভারির কাজটিকে সহজ ও দ্রুত করার মাধ্যমে স্থানীয় জনগনের ক্ষমতায়নই আমাদের লক্ষ্য। ডেলিভারি মানেই লালামুভ- এই ধারণাকে প্রতিষ্ঠিত করাই আমাদের উদ্দেশ্য।
সাধারণ মানুষের জীবনযাত্রাকে সহজ করার অঙ্গীকার নিয়েই Lalamove এর পথচলা। আমরা বিশ্বাস করি, সমাজের মানুষের বিভিন্ন প্রয়োজনে সাধ্যমতো এগিয়ে আসা আমাদের কর্তব্য। বিশেষ করে বৈশ্বিক, সামাজিক এবং জাতীয় সংকটের সময়গুলোতে আমাদের সেবার আওতাভুক্ত এলাকার জনগণের পাশে দাঁড়ানোর মাধ্যমে Lalamove দুর্দিনের বন্ধু হিসেবে আস্থা অর্জন করতে পেরেছে। জনমানুষের কল্যাণে Lalamove এর উদ্যোগগুলোর মধ্যে ‘ডেলিভার কেয়ার’ অন্যতম।
ডেলিভার কেয়ার Lalamove এর একটি বিশেষ উদ্যোগ। এই উদ্যোগের মাধ্যমে আমরা সর্বস্তরের মানুষের প্রতি সাহায্য-সহযোগীতার হাত বাড়িয়ে দিতে চাই। আমরা বিশ্বাস করি, আমাদের সেবার আওতাভুক্ত সকল এলাকার জনগনকে সেবা প্রদানের মাধ্যমে আমরা একটি উজ্জ্বল ভবিষ্যত গড়ে তুলতে সক্ষম। ২০১৯ থেকে ২০২২ সাল পর্যন্ত কোভিড-১৯ গোটা পৃথিবীর মানুষের জন্য এক অভূতপূর্ব প্রতিকূল পরিস্থিতি সৃষ্টি করেছিল। হোম কোয়ারেন্টাইন আর দফায় দফায় লকডাউনের কারণে অনেককেই সেইসময় গৃহবন্দী অবস্থায় দিন কাটাতে হয়েছে। কোভিডের সময়ে বৈশ্বিক অর্থনীতি এক নজিরবিহীন মন্দার সম্মুখীন হয়েছিল । এই অবস্থায় জনগনের জীবনযাত্রাকে সহজ করতে এগিয়ে আসে Lalamove । Lalamove সবসময় ঝুঁকিকে সুযোগে পরিণত করতে বদ্ধপরিকর। একটি স্মার্ট, অন-ডিমান্ড ডেলিভারি প্লাটফর্ম হিসেবে আমরা তখন নিজেদের সকল শক্তি ও সম্পদ কাজে লাগিয়ে সহযোগী হিসেবে দাঁড়িয়েছি ক্ষূদ্র ব্যবসায়ীদের পাশে। সাধারণ মানুষের দোরগোড়ায় পৌছে দিয়েছি আমাদের সেবা, যাতে করে সবাই সুষ্ঠুভাবে সামাজিক দুরত্ব বজায় রাখতে সক্ষম হয়। এখনও পর্যন্ত আমরা আমাদের সেবার মাধ্যমে যেকোনো পরিস্থিতিতে স্থানীয় জনগনের জীবনযাত্রাকে সহজ করতে অবিরাম কাজ করে চলেছি।
দূর্গম এলাকায় বসবাসরত শিশুদেরকে খাদ্য সরবরাহ করা।
বয়োবৃদ্ধ, রোগাক্রান্ত মানুষদের কাছে প্রয়োজনীয় সকল সেবা পৌছে দেয়া।
বন্যাদূর্গত এলাকায় ত্রান সরবরাহ করা।
শিক্ষার্থীদের কাছে শিক্ষার উপকরণ পৌছে দেয়া।
পশুপাখিদের যত্ন ও কল্যানে এগিয়ে আসা।
কোডিভের সময়ে কোয়ারেন্টাইনে থাকা রোগীদের কাছে প্রয়োজনীয় খাদ্য, পানীয়, ওষুধ পৌছে দেয়া।
ড্রাইভার পার্টনারদের সন্তানদেরকে বৃত্তি প্রদান।
কোভিড-১৯ এর সময় আমরা সর্বপ্রথম আমাদের ডেলিভার কেয়ার চালু করি। এই কার্যক্রমে আমাদের সহযোগী হয়েছিল ৩০টিরও বেশি এনজিও, সরকারী বিভাগ এবং ব্যবসা প্রতিষ্ঠান। ডেলিভার কেয়ারের আওতায় আমরা জরুরী প্রয়োজনের নানা উপকরণ বিনামূল্যে সরবরাহ করতে সক্ষম হই। আমাদের সরবরাহকৃত পণ্যগুলোর মধ্যে ছিল ১ লক্ষ ২৫ হাজার ফেস মাস্ক, ২০ হাজার প্যাকেট খাবার, ৫২ হাজার বোতল হ্যান্ড স্যানিটাইজার, ২১ হাজার পিস গ্লাভস, ফেস শিল্ড ইত্যাদি। উল্লেখিত পণ্যগুলো ৮৬ হাজারেরও বেশি সংখ্যক মানুষের মধ্যে বিতরণ করা হয়েছিল, যার মধ্যে অনেকেই ছিলেন সুবিধাবঞ্চিত, প্রতিবন্ধী যুবক। বেশকিছু স্কুল এবং হাসপাতালেও পণ্যগুলো বিতরণ করা হয়েছিল। হংকং,সিঙ্গাপুর,কুয়ালামপুর,তাইপেই, ম্যানিলা, কেবু, ব্যাংকক,জাকার্তা, হো চি মিন সিটি এবং হ্যানয় শহর জুড়ে এই কার্যক্রম পরিচালনা করা হয়েছিল।
পৃথিবী ধীরে ধীরে গত দুই বছর ধরে আবারও স্বাভাবিক নিয়মে ফিরে এসেছে। কিন্তু Lalamove এর ডেলিভার কেয়ার এখনও থামেনি। এখনও আমরা আপনাদের দৈনন্দিন চাহিদা পূরণ করছি, জীবনযাত্রার মান উন্নয়নে সবসময় কাজ করে যাচ্ছি,বিভিন্ন উৎসবের আনন্দ ছড়িয়ে দিচ্ছি এবং সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়াচ্ছি।
এই বছর আমরা দ্বিতীয় ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজ বিজনেস কার্নিভাল ২০২৪ স্পন্সর করেছি। আমরা একটি উন্নততর ভবিষ্যত গড়ে তুলতে প্রতিজ্ঞাবদ্ধ। আমরা এমন একটি সমাজ গড়ে তুলতে চাই যেখানে প্রতিটি মানুষ নিজেকে বিকশিত করার সুযোগ পাবে।
আগামী ২৪ শে আগস্ট ২০২৪ লালামুভ ডেলিভার কেয়ার ইভেন্ট অনুষ্ঠিত হতে যাচ্ছে। এবারেএ ডেলিভার কেয়ার আমরা সাজিয়েছি আমাদের ড্রাইভার পার্টনারদের শিশু সন্তানদের জন্য।
ড্রাইভার পার্টনাররা আমাদের অতি আপনজন। পেশাগত কারনেই তাঁরা তাদের সন্তানদেরকে খুব বেশি সময় দিতে পারেন না। সন্তানদেরকে নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য ডাক্তার দেখানো বা হাসপাতালে নেয়া তাদের জন্য সহজে সম্ভব হয় না। তাই বছরের অন্তত একটা দিন যেন তাঁরা নিজেদের সন্তানদের সাথে কোয়ালিটি টাইম কাটাতে পারেন সেজন্যই মূলত আমাদের এই আয়োজন। ৭ থেকে ১৪ বছর বয়সী ৫০ জন শিশু আমাদের এই ইভেন্টে অংশগ্রহণ করতে যাচ্ছে। এর মধ্যে ৩০ জন আমাদের ড্রাইভার পার্টনারদের পরিবারের এবং ২০ জন আমাদের স্পন্সরদের পক্ষ থেকে অংশগ্রহণ করবে। আসন্ন এই ইভেন্টের কার্যক্রম এবং এই সংক্রান্ত অন্যান্য তথ্য উল্লেখ করা হল-
সেই সাথে সকল শিশু ও তাদের অভিভাবকদের আপ্যায়নের জন্য স্বাস্থ্যকর খাবারের ব্যবস্থা তো থাকছেই।
পুরষ্কার
চিত্রাংকন প্রতিযোগীতায় অংশগ্রহণকারীদের মধ্য থেকে প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় স্থান অধিকারীদের জন্য থাকবে আকর্ষনীয় পুরষ্কার।
পুরষ্কারপ্রাপ্ত ছবিগুলো বিজয়ী শিশুদের বাবাদের যানবাহনে প্রিন্ট করে বসিয়ে দেয়া হবে। আমরা আশা করি, কাজের নিজেদের সন্তানদের এই অর্জন যদি তারা সারাদিন কর্মব্যস্ততার মাঝে নিজের চোখের সামনে দেখতে পান, তাহলে তাঁদের কাজের উদ্দীপনা আরও বৃদ্ধি পাবে।
আপনিও চাইলে আমাদের এই আয়োজনে শামিল হতে পারেন। এই ইভেন্টের ফুড অ্যান্ড বেভারেজ / ক্যাটারিং পার্টনার, মিডিয়া পার্টনার,গিফট পার্টনার হয়ে আমাদের আয়োজনকে আরও সুন্দর এবং অর্থবহ করে তুলতে পারেন। আপনি চাইলে ইভেন্টে বিজয়ীদের পুরষ্কারের ব্যবস্থাও হতে পারে আপনার সৌজন্যে।
আমাদের ইভেন্টের মাধ্যমে আপনি আপনার টার্গেট কাস্টমারদের কাছে আপনার ব্র্যান্ডকে তুলে ধরতে সক্ষম হবেন। সেই সাথে একটি অর্থপূর্ণ আয়োজনে অংশগ্রহণের মাধ্যমে সমাজের কল্যাণের ক্ষেত্রেও অবদান রাখার সুযোগ লাভ করবেন। আসুন, সবাই মিলে এই আয়োজনকে স্মরণীয় করে তুলি।
আমাদের ডেলিভার কেয়ার পার্টনার হিসেবে কাজ করলে আপনার প্রতিষ্ঠানের ব্র্যান্ডিং এর ক্ষেত্রেও আপনি বেশকিছু সুবিধা অর্জন করবেন। যেমন-
ডেলিভার কেয়ার Lalamove এর সবচেয়ে বড় ইভেন্টগুলোর মধ্যে একটি। এই ইভেন্টের সামাজিক প্রভাবের কারণে ইভেন্টটি বিশ্বব্যপী আলোচনায় আসে। আমাদের গ্লোবাল মিডিয়া প্লাটফর্মে এই ইভেন্টের খবর প্রচারিত হবে। নভেম্বরে অনুষ্ঠিতব্য আমাদের বার্ষিক আন্তর্জাতিক সম্মেলনেও ডেলিভার কেয়ারের কার্যক্রম তুলে ধরা হবে। Lalamove এর বৈশ্বিক প্রচারণার মাধ্যমগুলো হল-
আমাদের পার্টনার হিসেবে কাজ করার ফলে আপনার ব্র্যান্ডের নাম এই প্রচারমাধ্যমগুলোতে প্রচারিত হবে। মুহূর্তের মধ্যেই দেশ-বিদেশের অসংখ্য মানুষে পরিচিত হবে আপনার ব্র্যান্ডের সাথে।
Lalamove এর শক্তিশালী এবং আন্তরিক পিআর পার্টনারদের সহযোগীতার কারনে বিভিন্ন গুরুত্বপূর্ণ সংবাদমাধ্যমে আমাদের উপস্থিতি সবসময়ই চোখে পড়ার মতো।
ডেলিভার কেয়ার ইভেন্টে পার্টনারদের জন্য লালামুভ পৃথক স্থান বরাদ্দ রাখবে। আমাদের প্রত্যেক পার্টনার তাদের নিজেদের প্রচারনার জন্য বুথ স্থাপনের সুযোগ পাবেন। বুথের মাধ্যমে তারা নিজেদের পণ্য ও সেবা সংক্রান্ত প্রয়োজনীয় তথ্য টার্গেট কাস্টমারদের কাছে প্রচার করতে পারবেন। কাজেই আমাদের পার্টনার হিসেবে যোগদানের মাধ্যমে আপনি পাচ্ছেন আপনার ব্র্যান্ডকে বৃহৎ পরিসরে উপস্থাপনের একটি সূবর্ণ সুযোগ ।
ব্যবসায়ের ক্ষেত্রে Lalamove পারস্পারিক সুসম্পর্ককে অত্যান্ত বেশি গুরুত্ব দেয়। একবার আমাদের পার্টনার হিসেবে কাজ করলে ভবিষ্যতে উভয় পক্ষের জন্যই লাভজনক আরও অনেক চুক্তির সুযোগের দ্বার উন্মোচিত হবে বলেই আমাদের বিশ্বাস।
বর্তমান পৃথিবীতে টিকে থাকার জন্য ডিজিটাল মার্কেটিংয়ের গুরুত্ব অপরিসীম। লালামুভের সাথে পার্টনারশিপের মাধ্যমে ডিজিটাল মার্কেটিং এর বেশ কিছু মাধ্যম আপনার জন্য সহজলভ্য হয়ে যাবে। মাধ্যমগুলোকে প্রাথমিকভাবে দুই ভাগে ভাগ করা যেতে পারে। সেগুলো হচ্ছে-
পেইড প্রোমোশনের বিভিন্ন মাধ্যম। যেমন-
অর্গানিক অর্থ্যাৎ বিনামূল্যে প্রচারণার বিভিন্ন মাধ্যম। যেমন-
এছাড়াও রয়েছে লালামুভ গ্লোবাল ওয়েবসাইটের ব্যাকলিংক ব্যবহারের সুযোগ।
লালামুভের ডেলিভার কেয়ার পার্টনার হয়ে আপনি পেতে পারেন ফেসবুকের বিভিন্ন নিউজ মিডিয়া, প্রিন্ট মিডিয়া, টিভি চ্যানেল এবং ফেসবুক কমিউনিটি গ্রুপের মাধ্যমে জনসংযোগ করার সুযোগ ।
ডেলিভার কেয়ার ইভেন্টে আপনার জন্য আমাদের বরাদ্দকৃত বুথের মাধ্যমে আপনি বিনামুল্যেই আপনার পণ্য বা সেবার সাথে আমাদের গ্রাহকদের পরিচয় করিয়ে দেবার সুযোগ পাবেন। আপনার ব্র্যান্ডের জন্য অ্যাক্টিভেশন পপ সেট আপ করা, ব্র্যান্ডের তথ্য সংবলিত লিফলেট বিতরনের মাধ্যমে আপনার পণ্যকে আপনি সহজেই ইভেন্টে আগত অতিথিদের কাছে তুলে ধরতে পারবেন। আর আমাদের ডেলিভার কেয়ারের এক্সক্লুসিভ ব্যানার, পোস্টার, লিফলেট আর অনলাইনের প্রচারণাগুলোতে তো আপনার ব্র্যান্ডের নাম থাকবেই!
ডেলিভার কেয়ার উপলক্ষ্যে এভাবেই হতে পারে আপনার সাথে আমাদের পথচলার একটি শুভ সূচনা। আমরা আশা করি, এরপর থেকে আমাদের নিয়মিত যোগাযোগ হবে। ভবিষ্যতে আরও বিভিন্ন ধরনের পারস্পরিক সাহায্য-সহযোগীতার মাধ্যমে আমরা একসাথে পৌছে যাব একটি ভিন্ন উচ্চতায়।
আসুন, এই সুযোগটিকে কাজে লাগিয়ে ভবিষ্যতে আরও অসংখ্য উন্নতির দুয়ার উন্মোচন করি। আমরা অধীর আগ্রহে অপেক্ষা করছি আপনার জন্য।
লালামুভ নিয়ে আরও জানতে ক্লিক করুন