পরিষেবার বিবরণ ক্রয় শর্তাবলী
অনুগ্রহপূর্বক ক্রয় সেবা গ্রহন বা ব্যবহার করার পূর্বে এই শর্তাবলী গুরুত্বসহ পড়ুন। এই শর্তাবলী ক্রয় সেবাতে প্রযোজ্য এবং এটিকে একটি ‘র্শতাবলীর’ অংশ হিসাবে গণ্য করা হয়। আপনার ক্রয় সেবার গ্রহন এবং ব্যবহাররে মাধ্যমে আপনি এখানরে শর্ত এবং ‘র্শতাবলী’ উভয়ের দ্বারা আবদ্ধ হওয়ার জন্য সম্মত হন।
১। ক্রয় পরিষেবা আপনার পক্ষে ডেলিভারি পার্টনার কর্তৃক পন্য ক্রয় ও আপনার নিকট পৌছে দেয়ার ব্যবস্থা করে। আমাদের প্ল্যাটফর্মের মাধ্যমে, আপনি আপনার নির্দিষ্ট আইটেমগুলি ক্রয় করার জন্য ডেলিভারি পার্টনারের নিকট অতিরিক্ত অনুরোধ করতে পারেন। আপনি স্বীকার করেছেন যে, লালামোভ কর্তৃক সীমাবদ্ধ এলাকায় ক্রয় সেবা প্রদান করা হবে।
২। আপনি স্বীকার করেছেন যে, লালামোভ একজন ক্রেতা হিসাবে ক্রয় পরিষেবা প্রদান করে না, এই ধরনের সকল ক্রয় সেবা ডেলিভারি পার্টনার দ্বারা প্রদান করা হবে। আপনি সম্মত হন যে, বর্ণিত শর্তাবলীতে স্পষ্টভাবে উল্লেখ করা ছাড়াও আপনার প্ল্যাটফর্ম ব্যবহারের মাধ্যমে ডেলিভারি পার্টনার কর্তৃক সম্পাদিত কোনও ক্রয় সেবার জন্য লালামোভ আপনার নিকট দায়ী বা দায়বদ্ধ নহে।
৩। ডেলিভারি পার্টনারের কর্মক্ষমতার নিশ্চয়তা লালামোভ আপনাকে দিবে না। ডেলিভারি পার্টনারের দ্বারা প্রদত্ত ক্রয় সেবা আপনার চাহিদা পূরণ করে কিনা তা নির্ধারণ করা সম্পূর্ণরূপে আপনার দায়িত্ব। ক্রয় সেবা থেকে উদ্ভূত যেকোনো বিরোধ আপনার এবং ডেলিভারি পার্টনারের মধ্যে সীমাবদ্ধ থাকবে।
৪। ডেলিভারি পার্টনারের সাথে আপনার সম্পর্ক বা লেনদেন সম্পর্কিত কোনো দায়-ভার লালামোভ গ্রহণ করবে না। ডলেভিারি র্পাটনার কর্তৃক ক্রয় সেবা প্রদানরে সময় আপনি অথবা ৩য় কোন পক্ষ কোন ক্ষতির বা লোকসানরে (শারীরকি ক্ষতি, আয় জনতি ক্ষতি, ব্যক্তগিত ক্ষতি, র্আথকি ক্ষতি বা অন্য যে কোন ধরনরে ক্ষতি) জন্য লালামোভ দায়ী হবে না।
৫। আপনি স্বীকার করেন যে, স্থানীয় আইন বা প্রবিধান দ্বারা অ্যালকোহল বা তামাকজাত দ্রব্য ক্রয় আপনার জন্য নিষিদ্ধ বা বাতিল হলে অ্যালকোহল বা তামাকজাত পণ্য ক্রয়ের জন্য (ডেলিভারি র্পাটনারগন এইধরনরে ক্রয় প্রত্যাখ্যান করার অধিকারী) ক্রয় সেবা ব্যবহার বা ব্যবহাররে চেষ্টা করবেন না।
৬। আপনি স্বীকার করেন যে, আপনি ই-ওয়ালটে টপ আপ করার জন্য (ডেলিভারি র্পাটনারগন এইসকল অনুরোধ প্রত্যাখ্যান করার অধিকারী) ক্রয় সেবা ব্যবহার করবেন না বা ব্যবহার করার চেষ্টা করবেন না বা অনুরূপ রিচার্জ সেবার অনুরোধ করবেন না।
৭। আপনি স্বীকার করেন যে, আপনি আইন দ্বারা নিষিদ্ধ, ঝুঁকিপূর্ণ বা বিপজ্জনক পদার্থ, পচনশীল পদার্থ এবং তেজস্ক্রিয় পর্দাথ ক্রয় করতে (ডেলিভারি র্পাটনারগন এইরূপ ক্রয় প্রত্যাখ্যান করার অধিকারী) ক্রয় সেবা ব্যবহার বা ব্যবহাররে চেষ্টা করবেন না।
৮। আপনি স্বীকার করনে যে, আপনি র্অডারকৃত আইটমে সর্ম্পকৃত সকল আইন ও নিয়ম-নীতি (শুধুমাত্র আইটমে পরবিহন, নির্দিষ্ট কিছু আইটমে পরবিহন বা শিপমেন্টে বাঁধা-নিষেধ, নর্দিষ্টি পরমিান আইটমে সরবরাহে বাঁধা-নিষেধ এবং বয়সের বাঁধা-নিষেধ সর্ম্পকৃত আইন সমূহে সীমাবদ্ধ নয়) মেনে চলবেন। প্রযোজ্য প্রবিধান এবং আইন মেনে চলতে আপনার ব্যর্থতার ফলে যে কোনো ক্ষতি বা লোকসান হলে আপনি ডেলিভারি পার্টনার এবং লালামোভ-এর নিকট দায়বদ্ধ থাকবেন।
৯। আপনি স্বীকার করনে যে, আপনার নির্দেশনা অনুযায়ী ডেলিভারি র্পাটনার নির্দিষ্ট আইটমে ক্রয় করবে এবং আপনার নির্দেশিত স্থানে প্ররেন করবে। আপনি অর্ডারে নির্দিষ্ট করা আইটেমগুলির তথ্য, পরিমাণ এবং আনুমানিক মূল্য উল্লখে করবেন। আপনার দ্বারা প্রদত্ত তথ্য এবং প্রকৃত পরিস্থিতি বা তথ্যের মধ্যে পার্থক্য থেকে উদ্ভূত কোনো অতিরিক্ত খরচ আপনাকে বহন করতে হবে। যদি আইটেমগুলির প্রকৃত মোট মূল্য আপনার ডেলিভারি অর্ডারে উল্লখে করা মোট মূল্যকে ছাড়িয়ে যায় তখন ডেলিভারি পার্টনার তার নিজিস্ব বিবেচনার ভিত্তিতে অর্ডারটি বাতিল করতে পারবেন।
১০। আপনি বুঝতে পেরেছেন যে, আপনার পক্ষে ডেলিভারি পার্টনার দ্বারা ক্রয় করা আইটেমগুলির মূল্য অর্ডারে নির্ধারিত ক্রয় সেবা ফি এর অন্তর্ভুক্ত নয়। আপনি স্বীকার করনে এবং সম্মত হন যে, আইটমে ক্রয়রে মূল/প্রকৃত চালানে বা রশিদে উল্লেখিত মূল্য আপনি ডলেভিারি র্পাটনারকে দিতে বাধ্য থাকবনে। আপনি স্বীকার করনে ও সম্মত হন যে, যদি কোনো প্রকৃত/মূল রসিদ বা চালান কপি প্রদান না করা হয় তবে ডেলিভারি পার্টনার ক্রয় অর্ডার বাতিল করার অধিকারী থাকবেন।
১১। আপনি স্বীকার করেন এবং সম্মত হন যে, ডেলিভারি পার্টনার সরাসরি দোকান থেকে আইটেম ক্রয় করবে। আপনি বোঝেন এবং একমত হন যে, যদি দোকানদার প্রকৃত/মূল রসিদ প্রদানকারী না হয় তবে ডেলিভারি পার্টনার ক্রয় অর্ডার বাতিল করার অধিকারী থাকবেন।
১২। আপনি স্বীকার করেছেন যে, ডেলিভারি পার্টনার ক্রয় আইটেমগুলিকে মোড়ানো বা প্যাক করতে সাহায্য করবে না। প্যাকিংয়ের অনুপযুক্ততা বা ব্যর্থতা থেকে উদ্ভূত কোনো ক্ষতি বা লোকসান (শারীরিক ক্ষতি, রাজস্ব জনতি ক্ষতি, ব্যক্তিগত ক্ষতি, আর্থিক ক্ষতি বা লোকসান, বা অন্য কোনো ক্ষতি বা লোকসান সহ) জন্য ডেলিভারি পার্টনার বা লালামোভ উভয়ই আপনার কাছে দায়বদ্ধ বা দায়ী নয়। আপনার আইটেম বা অন্যান্য বিশেষ প্রয়োজনীয়তার কারনে অতিরিক্ত নিরাপত্তার প্রয়োজন হলে, অনুগ্রহ পূর্বক আগেই ডেলিভারি পার্টনারের সাথে যোগাযোগ করুন এবং অতরিক্তি নিরাপত্তা বিধান অনুসারে ইহা ডেলিভারি র্পাটনার কর্তৃক বিবেচনা করা হবে। যদি ডেলিভারি পার্টনার অতিরিক্ত নিরাপত্তা দিতে একমত হন, তাহলে অতিরিক্ত নিরাপত্তার জন্য চার্জ শুধুমাত্র ডেলিভারি পার্টনারের বিবেচনার উপর ভিত্তি করে নির্ধারণ করা হবে।
১৩। আপনি যদি আপনার অর্ডার দেওয়ার সময় ক্রয় সেবা নির্বাচন না করে থাকেন, তবে র্অডারটি প্রসসে করা বা আপনাকে র্অডারটি বাতলি করতে অনুরোধ করা, সর্ম্পূনরূপে ডেলিভারি র্পাটনাররে বিবেচনার উপর নির্ভর করবে। আপনি স্বীকার করেন যে, ডেলিভারি পার্টনার অর্ডারটি চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিলে উল্লিখিত সকল ধারা প্রযোজ্য থাকবে।