ইঞ্জিন অয়েল পরিবর্তন: ট্রাকের ভালো রাখার মূল ফর্মুলা
“কখন জানি ব্রেকফেল করে, ঘটায় কোন দুর্ঘটনা…”— ট্রাকের যদি ইঞ্জিন ঠিকমতো কাজ না করে তবে দুর্ঘটনা ঘটার চান্স তো থাকেই। তখন মাথায় হাত দিয়ে ‘গাড়ি চলে না, চলে না রে’ বলা ছাড়া দ্বিতীয় কোনো উপায় থাকে না। সামনের বিষম অন্ধকার নিয়ে তখন গভীর ভাবনা করতে হয়, এছাড়া করবেনই বা কী, এত প্রিয় ট্রাক কিনে যদি ট্রাকের ইঞ্জিন নিয়ে উদাসীন থাকেন, সময়মতো ইঞ্জিন অয়েল না বদলান কিংবা প্রয়োজনীয় বিষয়গুলো না জানেন, তবে তো বিপদ আসন্ন!
তাই চলুন, ট্রাকের ইঞ্জিন অয়েল নিয়ে কিছু অতি গুরুত্বপূর্ণ বিষয় জানা যাক। আপনার যদি ট্রাক থাকে, বা কেনার সামনে কোনো প্ল্যান থাকে অথবা আপনি যদি একজন ট্রাক ড্রাইভার হয়ে থাকেন- তবে তো অবশ্যই ইঞ্জিন অয়েল নিয়ে এ বিষয়গুলো জানা থাকা ভীষণ দরকারি।
ইঞ্জিন অয়েলের কাজটা কী?
ট্রাকের ইঞ্জিন অয়েলের কাজ আসলে কী? গানের লাইন দিয়েই প্রসঙ্গ টানা যাক- ইঞ্জিনে ময়লা জমেছে, পার্টসগুলো ক্ষয় হয়েছে- সত্যিই তাই, ইঞ্জিনের ময়লা বিভিন্ন পার্টসের ক্ষতির জন্য দায়ী। ইঞ্জিন চেম্বারের ভেতরে যদি ময়লা জমে, তবে সেটা পরিষ্কার রাখতে সাহায্য করে ইঞ্জিন অয়েল। শুধু কি তাই? ইঞ্জিন অয়েলকে বলা যায় ইঞ্জিনের প্রাণভোমরা- এটি ইঞ্জিনের ভেতরের সকল কলকব্জা পিচ্ছিল রেখে ভালোমতো কাজ করতে সাহায্য করে। ফলে কলকব্জাগুলো ভালোভাবে নাড়াচাড়া করতে পারে ও ক্ষয় হয় কম, ফলে ভালো থাকে দীর্ঘদিন। ইঞ্জিনকে ঠান্ডা রাখতে সাহায্য করে ইঞ্জিন অয়েল, যা কি না ইঞ্জিন লুব্রিকেন্ট নামেও পরিচিত। সব মিলিয়ে আপনার ট্রাকের সকল পার্টস ভালো রাখতে, ইঞ্জিনের মাথা ঠান্ডা রাখতে ও ট্রাকের স্বাস্থ্য ভালো রাখতে ইঞ্জিন অয়েল খুবই দরকারি এবং ট্রাক নিয়ে আপনার দুশ্চিন্তা কমিয়ে ফেলার জন্য অত্যন্ত প্রয়োজনীয়।
কেন বদলাতে হবে ইঞ্জিন অয়েল?
সোজা ভাষায়, ট্রাকের ‘মুড’ ঠিক রাখার জন্য ইঞ্জিন অয়েল বদলাতে হবে। সময়মতো ইঞ্জিন অয়েল বদলালে ইঞ্জিনের ঘর্ষণ কমে, ফলে ইঞ্জিন ভালো থাকে দীর্ঘদিন। ইঞ্জিনের ভেতরকার যে তাপমাত্রা, সেটিও কন্ট্রোল করে ইঞ্জিন অয়েল, ফলে ইঞ্জিনের আয়ু বাড়ে। ভেতরে জমে থাকা ময়লা পরিষ্কার করে ফলে ইঞ্জিনের স্বাস্থ্য ভালো থাকে। এছাড়াও ট্রাকের কলকব্জাগুলোকে জং ধরা থেকে রক্ষা করে। এতসব গুরুত্ব থাকার পরেও যারা ইঞ্জিন অয়েল বদলাতে ভুলে যান, কিছুদিন পর ইঞ্জিন বসে যাওয়ায় হা-হুতাশ ছাড়া তাদের কিছুই করার থাকে না। ইঞ্জিনের যদি কথা বলার ক্ষমতা থাকতো, তাহলে মনে হয় সে এটাই বলতো- “যা-ই করো আর না-ই করো, সময়মতো আমার ইঞ্জিন অয়েলটা বদলে দিও প্লিজ!”
যদি না বদলাই?
সময়মতো ইঞ্জিন অয়েল না বদলালে তেমন সমস্যা নেই, শুধু ইঞ্জিনের সর্বনাশ হওয়া ছাড়া। ঘর্ষণ বেড়ে গেলে ইঞ্জিনের ক্ষয় হতে থাকে, ফলে দ্রুত ইঞ্জিন নষ্ট হবার পথে হাঁটে। ইঞ্জিনের তাপমাত্রা ঠিক থাকে না, ফলে ইঞ্জিন অতিরিক্ত গরম হয়ে যায়। হ্রাস পায় কর্মক্ষমতা। যার ফলাফল একটাই, ইঞ্জিন দ্রুত নষ্ট হয়ে যায়, ট্রাক বসে যায় গ্যারেজে। ট্রাক মালিকের মাথায় হাত, কারণ একবার ইঞ্জিন নষ্ট হওয়া মানে অনেকগুলো টাকা বের হয়ে যাওয়া।
কখন বদলাতে হবে ইঞ্জিন অয়েল?
এবারে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন, ইঞ্জিন অয়েলের গুরুত্ব বোঝা গেল, কিন্তু সেটা বদলাতে হবে কখন, তা কীভাবে বুঝবো? ট্রাকের ইঞ্জিনে তো কোনো এলার্ম লাগানো নেই, যে ইঞ্জিন অয়েল প্রয়োজন হলেই সে বেজে উঠবে! হ্যা এলার্ম নেই, তবে ট্রাকের ম্যানুয়ালে একটি নির্দেশনা দেয়া থাকে। কতদূর চলার পর বা কত সময় পর ইঞ্জিন অয়েল বদলাতে হবে, সে সম্পর্কে নির্দেশনা দেয়া থাকে সে ম্যানুয়ালে। ম্যানুয়াল ফলো করে ইঞ্জিন অয়েল বদল করলেই ট্রাকের ইঞ্জিন ভালো থাকবে, ট্রাকও ভালো থাকবে। সাধারণত প্রতি ৩ হাজার থেকে ৭ হাজার মাইল (প্রায় ৪,৮০০ থেকে ১১,২০০ কিলোমিটার) পথচলার পর ইঞ্জিন অয়েল পরিবর্তন করতে হয়।
ইঞ্জিন অয়েলের গুণাগুণ পরীক্ষা করেও বোঝা যায় কখন ইঞ্জিন অয়েল বদলাতে হবে। অয়েলের রঙ, ঘনত্ব আর গন্ধ পরীক্ষা করেও বোঝা যায় কখন ইঞ্জিন অয়েল চেঞ্জ করার সময় হয়েছে।
এছাড়াও, ইঞ্জিন যদি অস্বাভাবিক রকমের শব্দ করে, বা যদি ইঞ্জিন বেশি গরম হয়ে যায় তাহলে বুঝতে হবে ইঞ্জিন অয়েল পরিবর্তন করার সময় এসেছে।
বেশি ধুলা, বেশি তাপমাত্রা বা ওভারলোডেড অবস্থায় ট্রাক চললে এই ইঞ্জিন অয়েল আরও দ্রুত পরিবর্তন করতে হয়। নইলে দ্রুতই ট্রাকের ক্ষতি হয়।
যদি কখনো দেখা যায় ইঞ্জিনের মাইলেজ কম পাওয়া যাচ্ছে, তেলের রঙ বা স্তরের পরিবর্তন হয়েছে, তাহলেও বুঝতে হবে ইঞ্জিন অয়েল বদলানোর সময় হয়েছে। আপনার যদি প্রশিক্ষিত ড্রাইভার থাকে, তবে সে নিজেই ইঞ্জিন অয়েল বদলানো নিয়ে আপনাকে স্মরণ করিয়ে দিবে। কিন্তু আপনার নিজেরও ইঞ্জিন অয়েল সম্পর্কে এই সাধারণ তথ্যগুলো জানা থাকা দরকার। ট্রাকের সময়সূচী ও কর্মক্ষমতার উপরও নির্ভর করে, তার ইঞ্জিন অয়েল কবে বদলাতে হবে।
আপনার যদি ট্রাক থাকে, তবে সেটা ট্রিপের অভাবে বসিয়ে রাখার তো মানেই হয় না। ট্রাক যখনই বসে থাকে, তার প্রতি যত্ন কম নেয়া হয়। প্রযুক্তির কল্যাণে এখন নিয়মিত ট্রিপ পাওয়া শুধু একটি ক্লিকের ব্যাপার। তাই আজই আপনার ট্রাকটি সহজেই রেজিস্ট্রেশন করে নিন Lalamove-এর ওয়েবসাইট বা অ্যাপ থেকে। দেশজুড়ে ডেলিভারির বিপুল চাহিদা থাকায় নিয়মিত পণ্য পরিবহনের অর্ডারও এখানেই পাবেন। গ্যারেজে ট্রাক বসিয়ে রাখার দিন শেষ, রেজিস্ট্রেশন করে নিয়মিত অর্ডার নিয়ে আপনার ট্রাক ছুটে বেড়াবে সারা দেশ। অনেক ট্রাক মালিক মনমতো অর্ডার খুঁজে পান না, ফলে ট্রাক রাস্তায় নামে না। সে ঝামেলাকে বিদায় জানিয়ে অ্যাপ থেকে অর্ডার নিন আর দরদামে মিলে গেলেই ট্রিপ রেডি! তাহলে, আর অপেক্ষা না করে আজই আপনার ট্রাকটি রেজিস্ট্রেশন করুন।
নিয়মিত ইঞ্জিন অয়েল পরিবর্তন করলেই চালু থাকবে, ভালো থাকবে আপনার ট্রাক- সাথে ভালো থাকবেন আপনিও।