ছোট ব্যবসার সাফল্য সঙ্গী লালামুভ

featured image

নারায়ণগঞ্জের সায়মা। পড়াশোনা শেষ করে বাকি সবার মতোই চাকরির জন্য চেষ্টা করতে শুরু করেন। বিভিন্ন জায়গায় এপ্লাই, কিন্তু একেবারেই মনমতো হচ্ছিলো না। চাকুরি করার ইচ্ছাই যেন হয়নি সায়মার কখনও। ছোটবেলা থেকেই ড্রয়িং-এ অনেক আগ্রহ, ফ্যাশন ডিজাইনার হওয়ার স্বপ্নও দেখতো আগে। সায়মার একদিন মনে হয়, উদ্যোগটা নিজেই শুরু করতে হবে। কাপড় কেনা থেকে শুরু করে হ্যান্ড পেইন্টিং-এ ডিজাইন, নীল রঙের শাড়িতে সাদা কাশফুল পেইন্ট করা- সেটা ফেসবুক পেইজে আপলোড করা থেকে প্রথমবার সাভার থেকে অর্ডার পাওয়া, সেদিনের স্মৃতিটা এখনও মনে পড়ে সায়মার। ডেলিভারিটা করেছিলো লালামুভের মাধ্যমে। আজ সায়মার নিজস্ব বুটিক হাউজ, লাইফস্টাইল ব্র্যান্ড থাকলেও প্রথম সে অর্ডারের স্মৃতিটা যেন একটু বেশিই উজ্জ্বল। সাভারসহ ঢাকা,  গাজীপুর, নারায়ণগঞ্জের অসংখ্য মানুষেরর কাছে সায়মার ডিজাইন করা পণ্য আজ পৌঁছে যাচ্ছে। আর গ্রাহকের কাছে দ্রুত ও নিরাপদ ডেলিভারির জন্য সায়মা বেছে নিয়েছে ডেলিভারি সার্ভিস লালামুভ। 

এমন হাজারও সায়মার ব্যবসার ডেলিভারি দ্রুত ও সহজ করতে সাহায্য করছে লালামুভ। সপ্তাহে কয়েকটি ডেলিভারি হোক কিংবা বড় দৈনিক অর্ডার- যেকোনো ধরনের অর্ডার সহজ করতে ছোট ও মাঝারি ব্যবসার পাশেই আছে দ্রুত ও নির্ভরযোগ্য অন ডিমান্ড ডেলিভারি সার্ভিস Lalamove.
জেনে নি, কীভাবে আপনার ব্যবসার সাফল্যের জন্য লালামুভ হয়ে উঠতে পারে প্রিয় বন্ধু।
 
অন ডিমান্ড ডেলিভারি সেবা (On Demand Delivery Service)

লালামুভের মাধ্যমে যেকোনো সময় দ্রুত ও নিরাপদে কাঙ্ক্ষিত ঠিকানায় পণ্য পৌঁছে দেয়া সম্ভব। হোক সেটা গ্রাহকের কাছে, কিংবা হোলসেলারের কাছে কিংবা ব্যবসা সম্পর্কিত কোনো জায়গায়। তাৎক্ষণিক ডেলিভারি সেবা (Emergency Delivery Service) পেতে Lalamove খুবই কার্যকরী সমাধান।
এছাড়াও লালামুভে আছে প্রয়োজন অনুযায়ী যানবাহন পছন্দ করার সুযোগ। নির্দিষ্ট ঠিকানায় ডেলিভারি পাঠানোর জন্য পণ্যের সাইজ অনুযায়ী বাহন পছন্দ করার সুযোগ দিচ্ছে Lalamove। মিনি ট্রাক, বড় ট্রাক, কাভার্ড ভ্যান কিংবা মোটর সাইকেল- যেকোনো বাহনের মাধ্যমে পণ্য পরিবহনের সুযোগ আছে Lalamove-এ।  
 

সাশ্রয়ী ডেলিভারি (Affordable Delivery)

ছোট ব্যবসায় সকল ক্ষেত্রে ব্যয় সংকোচন করতে পারা জরুরি। Lalamove-এর মাধ্যমে ছোট ব্যবসাগুলো তাদের লজিস্টিক খরচ কমিয়ে ফেলতে পারে। যখন প্রয়োজন, যতবার প্রয়োজন- ততবার অর্থ ব্যয় করে ডেলিভারি দেয়া সম্ভব, স্থায়ী ডেলিভারি সিস্টেম নিয়োগ করার প্রয়োজন নেই। ফলে ডেলিভারি খরচ অনেকখানি কমিয়ে ফেলা সম্ভব।
এছাড়াও স্থায়ী ডেলিভারি সিস্টেম না রাখার ফলে ডেলিভারি স্টাফ নিয়োগ করতে হয় না। আলাদা গাড়ি ভাড়া করারও প্রয়োজন হয় না, যা খরচ কমায় বহুলাংশে।
 

কর্পোরেট অ্যাকাউন্ট (Corporate Account) 

Lalamove- আপনি ডেলিভারি সেবা আরও সহজ করতে চাইলে কর্পোরেট  অ্যাকাউন্ট ওপেন করতে পারবেন। যাদের কাছে আপনি নিয়মিত অর্ডার ডেলিভারি করে থাকেন, তাদেরকে নিয়ে একটি ব্যবসায়িক অ্যাকাউন্টের আওতায় আনতে পারবেন। এতে করে তারা সবাই লুপে থাকবে এবং আপনার ডেলিভারি সেবা হয়ে উঠবে আরও সহজ। এছাড়াও Lalamove- এ আছে ডিজিটাল অ্যাকাউন্ট, যা আপনার পেমেন্ট সিস্টেমকে করবে ক্যাশলেশ ও ঝামেলামুক্ত।

চাহিদা অনুযায়ী স্কেল (Scale on Demand)

প্রয়োজন অনুযায়ী যানবাহন পছন্দ করে ডেলিভারি প্রসেসের জন্য ছোট ব্যবসাগুলো সহজেই ডেলিভারি সম্পন্ন করতে পারে Lalamove-এর মাধ্যমে। অতিরিক্ত অর্ডার ডেলিভারি করতে হলেও সাথে সাথেই ডেলিভারি সাপোর্ট নিয়ে ডেলিভার করা যায়। যখন যে স্কেলের পণ্য পরিবহন করতে হবে, তখন সে স্কেল ধরে ডেলিভারি করা সম্ভব।

রিয়েল-টাইম ট্র্যাকিং ও অর্ডার ম্যানেজমেন্ট (Real Time Tracking and Order Management)

ছোট ব্যবসা হিসেবে কার্যকরী গ্রাহকসেবা অত্যন্ত জরুরি। Lalamove এর রিয়েল টাইম ট্র্যাকিং ফিচারের মাধ্যমে ব্যবসাগুলো তাদের গ্রাহকের কাছে লাইভ আপডেট জানাতে পারে, কখন তাদের পণ্য ডেলিভার করা সম্ভব, কখন গ্রাহক হাতে পাবে এই সমস্ত তথ্য জানানো সম্ভব হয়ু, ফলে গ্রাহকের আস্থা বৃদ্ধি পায়।
রিয়েল টাইম ট্র্যাকিং থাকার ফলে ব্যবসাগুলো সহজেই অর্ডার ম্যানেজ করতে পারে, যা ব্যবসার বিশ্বাসযোগ্যতা বৃদ্ধি করতে সাহায্য করে।
 

সুদক্ষ ড্রাইভারের নিশ্চয়তা (Guaranteed Skilled Drivers)

Lalamove-এর সাথে আপনার ব্যবসার ডেলিভারি নিয়ে আপনি থাকবেন নিশ্চিন্ত, কারণ আমাদের সকল ড্রাইভাররা সুদক্ষ এবং ডেলিভারির পণ্য ক্ষতিগ্রস্ত হওয়ার কোনো সম্ভাবনা নেই। আপনার পণ্য ভঙ্গুর হতে পারে, ছোট থেকে বড় যেকোনো ধরনের হতে পারে, আমাদের ড্রাইভার সে অনুযায়ী আপনাকে সাপোর্ট করবে। 
 

ইমার্জেন্সি সাপোর্ট (Emergency Support)

ব্যবসায় ডেলিভারি সাপোর্ট নিয়ে যেকোনো সময় ইমার্জেন্সি প্রয়োজন দেখা দিতে পারে। নিজস্ব ডেলিভারি সিস্টেম না থাকলে ইমার্জেন্সি সাপোর্ট দেয়া কখনও কখনও কঠিন হয়ে পড়ে। ফলে তা ব্যবসায় ক্ষতির কারণ হয়ে দাঁড়ায়। কিন্তু Lalamove থাকলে এসব বিষয় নিয়ে কোনো চিন্তা নেই, কারণ Lalamove-এ আপনি পাবেন যেকোনো সময় ডেলিভারি করার সুবিধা।
 

আধুনিক ও সহজ অ্যাপ (Modern and Easy App)

Lalamove- এর মোবাইল অ্যাপ সহজেই ব্যবহার করা যায়। প্রযুক্তি সম্পর্কে খুব ভালো আইডিয়া রাখেন না, এমন কেউও এই মোবাইল অ্যাপ খুব সহজেই ব্যবহার করতে পারবেন। এছাড়াও Lalamove-এ আছে অর্ডার শিডিউল সুবিধা। যার ফলে আপনি সহজেই আপনার পণ্য নির্দিষ্ট সময়ে ডেলিভারি করার জন্য শিডিউল করে রাখতে পারবেন। দ্রুত ট্রাক ভাড়া করতে চাইলে প্রায়োরিটি ফি এড করতে পারবেন, যা আপনাকে দিবে আপনার সুবিধামতো সময়ে ট্রাক পাওয়ার সুবিধা।  Lalamove- এর আধুনিক ও সহজ অ্যাপ বদলে দেবে আপনার ডেলিভারি সেবা পাওয়ার অভিজ্ঞতা। 
 

নির্ভরযোগ্য কাস্টমার কেয়ার (Reliable Customer Care)

যেকোনো সময় ডেলিভারির যেকোনো সমস্যা দেখা দিলে Lalamove-এর এক্সপার্ট টিম আপনাকে সাহায্য করতে সদা প্রস্তুত। তাই ডেলিভারি নিয়ে আপনি থাকবেন সবসময় নিশ্চিন্ত। Lalamove-এর মোবাইল অ্যাপে আছে সুপার এক্টিভ হেল্পসেন্টার, যারা আপনাকে সহায়তা করার জন্য সবসময় প্রস্তুত। 
 

ই-কমার্স ইন্টিগ্রেশন (E-Commerce Integration)

দেশে অসংখ্য ই-কমার্স প্ল্যাটফর্ম গড়ে উঠেছে, যারা নিয়মিত পণ্য ডেলিভারি করার মাধ্যমে ব্যবসা পরিচালনা করে থাকে। মাল্টি স্টপ ডেলিভারি সুবিধা থাকায় আপনি সহজেই একটি অর্ডারে ২০টি ড্রপ অফ পয়েন্ট নির্বাচন করতে পারবেন। ফলে আপনার সময় এবং অর্থ- উভয়ই সাশ্রয় হবে। এছাড়াও অ্যাপ ব্যবহার করে ডেলিভারির সময় সম্পর্কেও গ্রাহককে নিশ্চিন্ত করতে পারবেন। 
 
ছোট ও মাঝারি ব্যবসাকে বলা হয় অর্থনীতির চালিকাশক্তি। এর মাধ্যমে দেশের বেকারত্ব দূর হয়, নতুন কর্মসংস্থান তৈরি হয়, নিত্যনতুন সমাধান আসে, সর্বোপরি দেশের অর্থনীতি শক্তিশালী হয়ে ওঠে। নারায়ণগঞ্জের সায়মার মতো হাজারও সায়মার ব্যবসার পাশে আছে Lalamove। দ্রুত ও নিরাপদ ডেলিভারি সিস্টেম তৈরি করার মাধ্যমে ব্যবসার সম্প্রসারণে Lalamove ছোট ও মাঝারি ব্যবসায়ীদের সাপোর্ট করে যাচ্ছে। সহজ ডেলিভারি সিস্টেম ব্যবসার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, আর এই গুরুত্বপূর্ণ দায়িত্ব সচেতনতার সাথে পালন করে ব্যবসায়ীদের স্বপ্নসারথি হয়ে তাদের ব্যবসাকে প্রতিনিয়ত সাপোর্ট করে যাচ্ছে অন ডিমান্ড, দ্রুত ও নিরাপদ ডেলিভারি সিস্টেম Lalamove।

ফেসবুকে ব্যবসা শুরুর আগে উদ্যোক্তাদের যা জানা জরুরি

Read more