অফিস শিফটিং-এ সেরা সার্ভিস দিচ্ছে লালামুভ
মাসুদ সাহেব এখন একজন সফল উদ্যোক্তা। ছোট একটি জায়গায় ব্যবসা শুরু করে আজ তাঁর ব্যবসার কলেবর বেড়েছে অনেক। প্রচন্ড ধৈর্য্য আর পরিশ্রমের গুণেই আজ সফলতার মুখ দেখতে পেরেছেন।
তাঁর প্রতিষ্ঠানে কাজ করে আজ অনেক কর্মী। কিন্তু ব্যবসায়ের শুরুতে মাত্র দুই জন কর্মী থাকলেও তাঁর কর্মী সংখ্যা বেড়েছে সময়ের সাথে সাথে।
একটি মাত্র রুম থেকে ব্যবসা শুরু করলেও, কর্মী পরিবার বৃদ্ধির সাথে সাথে অফিসও এর আগে একবার পাল্টাতে হয়েছে। আজ আবার অফিস পাল্টাবার প্রয়োজন পড়েছে। আয় বেড়েছে, কর্মী বেড়েছে, সাথে তৈরী হয়েছে আরো বড় পরিসরের চাহিদা।
কিন্তু গতবারের অফিস বদলের তিক্ত অভিজ্ঞতা থেকে আবারো অফিস বদল করার কথা মনে করতেই বিরক্ত আর চিন্তায় পরে যাচ্ছেন। কারণ, সেই অফিস পরিবর্তন করতে যেয়ে মাসুদ সাহের তাঁর অফিসের অনেক গুরুত্বপূর্ণ জিনিষ আর খুঁজে পাননাই। অনেক আসবাব ক্ষতিগ্রস্থ হয়েছে, যার ফলে নতুন করে কিনতে হয়েছে। আবার কম্পিউটার গুলোর ক্ষতির পরিমাণ ছিলো সব থেকে বেশি। সব মিলিয়ে এক নিরুপায় অবস্থায় পড়ে গেলেন। অফিস পরিবর্তন করতে হবে, আবার আগেরবার অফিস পরিবর্তনের কথা ভেবে ভয়ও পাচ্ছেন।
এই সময় তাঁর বন্ধু সেলিম সাহেব তাকে পরিচয় করিয়ে দিলো লালামুভের সা্থে। সে তাঁর বাসা বদলের সময়ে ছেলের মাধ্যমে জানতে পারে বাসা বদলের জন্য ঘরে বসে সাশ্রয়ী রেটে সেরা সার্ভিস ঢাকা শহরে একমাত্র লালামুভ’ই দিচ্ছে। ছেলের কথায় ভরসা করে সার্ভিস নিলো লালামুভ থেকে আর প্রমান পেয়ে গেল। বাসা বদলের জন্য সাশ্রয়ী রেটে বেস্ট প্রফেশনাল সার্ভিস দিলো ওরা।
সেলিম সাহেবের কথা শুনে মাসুদ সাহেব ওয়েবসাইট থেকে রেট নিয়ে অফিস শিফটের দায়িত্ব দিয়ে দিলো আর সেও বন্ধুর কথার মতো প্রমান পেল যে লালামুভ আসলেই বেস্ট অফিস শিফটিং সার্ভিস দেয়। এইবার অফিস বদল নিয়ে মাসুদ সাহেবের আর থাকলোনা কোন অফিযোগ আর বিরক্তি।
মাসুদ সাহেব লালামুভ এর সার্ভিস থেকে থেকে যেসকল সুবিধা পেয়েছিলো নিচে তার বিস্তারিত দেয়া হলোঃ
বাজেটের ভেতরে ট্রাক ভাড়াঃ
লালামুভ ওয়েবসাইট ভিজিট করে মাসুদ সাহেবের কাছে প্রথমে যেইটা সব থেকে ভালো লাগে তা হলো, মালামাল পরিবহনের জন্য কাভার্ড ভ্যান বা পিকাপের ভাড়া একদম সাশ্রয়ী। ঢাকা শহরে অন্য যেসকল শিফটিং সার্ভিস প্রভাইডার আছে তাঁদের থেকে যানবাহনের ভাড়া তুলনামূলক কম।
সকল যানবাহন ভেরিফাইড:
মাসুদ সাহেব অফিসের মূল্যবান মালপত্রের নিরাপত্তা নিয়ে ভীষণ চিন্তিত ছিলেন। কারণ এর আগে অফিস বদলের সময়ে রাস্তায় মালপত্রের ক্ষয়ক্ষতির ব্যাপার ঘটেছিলো। এর ফলে শিফটিং নিয়ে যেমন তার অভিজ্ঞতাটা খারাপ ছিলো ঠিক তেমনি অনেক টাকার লোকসানের সম্মুখীন হতে হয়। যেহেতু তার অফিসের মূল্যবান আসবাবপ্ত্র, ইলেকট্রনিক ডিভাইস, ডেকোরেশনের জিনিসপত্র নতুন অফিসে নিয়ে যাইতে চাচ্ছেন। তাই তিনি মালপত্রের নিরাপত্তার ব্যাপারে কোন আপোষ করতে চাচ্ছিলেন না। তাই তিনি দেখলেন লালামুভ-এর সকল ট্রাক ড্রাইভার ভেরিফাইড, ফলে সকল যানবাহন মালপত্রের সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করে।
দক্ষতার সাথে প্যাকেজিং:
মালপত্র পরিবহনের আগে যত্নসহ প্যাকেজিং করে নতুন অফিসে আবার ঠিক মতো পৌছানোর জন্য আছে দক্ষ প্যাকেজিং কর্মী। এই প্যাকেজিং প্রক্রিয়ার সব কিছু প্রফেশনাল নিয়মাবলী মেনে সম্পন্ন করা হয়। আর এর সকল পক্রিয়া সম্পন্ন করার জন্য লালামুভে আছে দক্ষ তত্ত্বাবধায়ক, যারা সার্বক্ষণীক এই কাজে নিয়োজিত থাকে। প্যাকেজিং এর কাজ খুব যত্নের সাথে করে, যেন মালপত্রের কোনো প্রকার ক্ষতি না হয়।
সঠিক উপায়ে ফিটিংঃ
মালপত্র সঠিক উপায়ে যেমন প্যাকেজিং করা জরুরী, তেমনই সেই মালপত্র নতুন অফিসে পৌছানোর পরে সঠিক উপায়ে ফিটিং করাও তেমন জরুরী। লালামুভের দক্ষ কর্মীরা একটি অফিসের প্রতিটি মালপত্র কোথায় কীভাবে ফিটিং হবে। কোন মালপত্র কোন জায়গাতে ফিটিং করলে অফিস সব থেকে লাভোবান হবে, এই বিষয়ে অনেক দক্ষ। এই ব্যপারটিও মাসুদ সাহেবকে দারুণ ভাবে মুগ্ধ করে।
প্রয়োজন অনুযায়ী সেগমেন্ট করাঃ
একটি অফিসে সব জিনিষ সমান ভাবে গুরুত্বপূর্ণ না। সব কিছুর গুরুত্ব অনুযায়ী বিভিন্ন ভাবে ভাগ করা হয়ে থাকে। শিফটিং এর কাজে নিয়োজিত কর্মীদের পুঙ্খানুপুঙ্খ এই সম্পর্কে জ্ঞান না থাকলে দুর্ভোগ পোহাতে হয় নতুন অফিস এ যাওয়ার পরে অফিসের স্টাফদের। লালামুভ এই ব্যাপের পুরো নিশ্চয়তা দেয় প্রতিটা অফিসকে। তাদের কর্মীরা গুরুত্ব অনুযায়ী মালপত্র সেগমেন্ট সম্পর্কে সঠিক জ্ঞান রাখে। আর সেই ভাবেই মালপত্রের গুরুত্ব দিয়ে থাকে। যদিও কর্মীদের কাছে সব মালপত্রই গুরুত্বপূর্ণ।
ব্রান্ডের প্যাকেজিং ম্যাটেরিয়ালঃ
একটি অফিসের প্রতিটা মালপত্র প্রয়োজন অনুযায়ী ভিন্ন ভিন্ন ভাবে গুরুতবপুর্ণ। এই সকল মালপত্র যখন শিফটিং করা হয় তখন অনেক খুঁটিনাটি বিষয়কে মাথায় রাখতে হয়। এর ভেতরে একটি ব্যাপার হলো, প্যাকেজিং এর সময়ে মালপত্রকে ঠিক কোন ম্যাটেরিয়াল দিয়ে প্যাকেজিং করা হচ্ছে। কারণ এই ম্যাটেরিয়ালের দূর্বলতার কারণে অফিসে অনেক ক্ষতি হয়ে যেতে পারে। যার প্রভাব পড়তে পারে ব্যবসা তথা অফিসের কর্মীদের উপরে। তাই এই বিষয় মাথায় রেখে লালামুভ সব সময় প্যাকেজিং এর সময়ে, প্যাকেজিং বান্ধব ব্রান্ডের ম্যাটেরিয়াল ব্যবহার করে। আর এইসব ব্রান্ডের ম্যাটেরিয়াল নিশ্চিত করে পণ্যের সর্বোচ্চ নিরাপত্তা।
নির্ধারিত সময়ে শিফটিংঃ
লালামুভ তার প্রতিটা ক্লায়েন্ট এর সময়ের প্রয়োজনীয়তার গুরুত্ব দেয় । একটি অফিস যখন শিফটিং করতে হয় তখন ঐ অফিসের প্রতিটা কর্মীকে ঠিক সেই সময়ে ছুটি কিংবা অফিসের কর্মকান্ডে আর জড়িত করা যায়না। তাই ঐ সময়ে স্টাফদের না কাজে লাগানোর ফলে অফিস ব্যবসায়ীক ভাবে কিছুটা হলেও ক্ষতিগ্রস্থ হয়। তাই অফিস শিফটিং এর ডেটলাইন নিয়ে লালামুভ কোন প্রকার কালক্ষেপণ করে না। এগ্রিমেন্টে নির্ধারিত সময়ের মধ্যে সব সময় অফিস শিফটিং এর পুরো প্রক্রিয়াটি সম্পন্ন করে থাকে। এই বিষয়টি অফিসের কার্যক্রম স্বাভাবিক পর্যায়ে রাখার জন্য খুব সহায়ক হয়।
কর্মীদের বিনম্র আচরণঃ
মুভিং এর কাজে নিয়োজিত প্রতিটা কর্মীর আচরণ মার্জিত হওয়া প্রয়োজন। একটি অফিসে নানা রকম স্টাফ থাকে, যেকোন প্রয়োজনে বাইরের থেকে কোন মানুষ আসলে তাদের আচরণ মার্জিত হওয়া খুব প্রয়োজন। এই ক্ষেত্রে লালামুভ এর প্রতিটা কর্মীদের ব্যাপারে জিরো কমপ্লেন। লালামুভ তার প্রতিটা কর্মীকে শক্ত ভাবেই মনিটর করে বিনম্র আচরনের ব্যাপারে। যার ফলে,লালামুভ এর কোন কর্মীর বিরুদ্ধে আচরণগত ত্রুটির কোন অভিযোগ নেই ।
প্রশিক্ষণপ্রাপ্ত দক্ষ কর্মী:
মাসুদ সাহেবের অফিসের এসি গুলো নতুন অফিসে সেটআপ এর ব্যাপারে বেশ চিন্তিত ছিলো। কারণ এসি স্থানান্তরের জন্য দক্ষ শিফটিং কর্মী দরকার। কারণ এসি স্থানান্তরের সময়ে খেয়াল রাখা দরকার যেন কোনোভাবে গ্যাস লিক না হয়। আর এটি হলে উল্টো আরো ডেমারেজ গুনতে হয়। লালামুভ এর দক্ষ শিফটিং কর্মী এসি স্থানান্তরের কাজটি খুব ভালোভাবে করে থাকে। ফ্রিল্যান্স শিফটিং কর্মীরা কখনই অফিস বদলের পর এসি বা ইলেকট্রিক মালপত্র সঠিক প্রক্রিয়া শিফটিং করতে পারেনা। কিন্তু লালামুভ-এর শিফটিং কর্মীরা যথেষ্ট দক্ষ এবং প্রশিক্ষিত। তাই প্রফেশনাল অফিস শিফটিং এর নিশ্চয়তা দেয়।
অফিস শিফটিং সেবার ক্ষেত্রে দ্রুত পরিবর্তনশীল পরিবেশে, লালামুভ শুধু মাসুদ সাহেবের আশা পূরণই করেনি, তার চেয়েও বেশি কিছু দিয়েছে। সেলিম সাহেব নিজে যেমন লালামুভের সার্ভিস নিয়ে স্বাচ্ছন্দ্য পেয়েছিলেন, তেমনই বন্ধুকে রেফার করে মান রক্ষা করতে পেরেছিলেন। নির্ভরযোগ্য এবং প্রফেশনাল সেবার নিশ্চয়তা থাকায় মাসুদ সাহেবের মত আরও অসংখ্য গ্রাহক নিশ্চিন্তে নির্ভর করছেন লালামুভ- এর অফিস শিফটিং সার্ভিসের উপর। যারা এই সার্ভিস একবার নিয়েছে, তাঁরা আবার পরবর্তী প্রয়োজনের জন্য একমাত্র লালামুভ’কে তাঁদের পছন্দের তালিকায় শীর্ষে রেখেছে। তাই আপনিও আপনার অফিস বদলের জন্য নিশ্চিন্তে বেছে নিতে পারেন লালামুভ-এর অফিস শিফটিং সার্ভিস। আমাদের সার্বক্ষণীক সার্ভিস সাপোর্ট পেতে এখনই ভিজিট করুন https://www.lalamove.com/bn/ অথবা প্লে স্টোর থেকে লালামুভ-এর অ্যাপ ইন্সটল করে হেল্প লাইনে কল করুন।