লালামুভ অ্যাপে অর্ডার শিডিউল করবেন কিভাবে? অর্ডার শিডিউল করার ৫ টি সুবিধা

কুরিয়ার সার্ভিস আমরা কমবেশি সবাই-ই ব্যবহার করে থাকি। ব্যক্তিগত, পেশাগত বা ব্যবসায়িক বিভিন্ন উদ্দেশ্যে কুরিয়ার সার্ভিস ব্যবহার করার প্রয়োজন পড়েই। বাংলাদেশের সেরা অন ডিমান্ড ডেলিভারি সার্ভিস হিসেবে গ্রাহকদের বিশ্বস্ততা অর্জনে সক্ষম হয়েছে লালামুভ। সাশ্রয়ী ডেলিভারি চার্জ, মাল্টি-স্টপ ডেলিভারি, রিয়েল টাইম ট্র্যাকিং এবং সময়মতো পার্সেল পৌছানোর নিশ্চয়তা লালামুভকে করে তুলেছে নির্ভরযোগ্য। এগুলো ছাড়াও লালামুভের উল্লেখযোগ্য একটি বৈশিষ্ট্য একে করেছে সবার চেয়ে আলাদা। লালামুভের মাধ্যমে আপনি আপনার অর্ডার একটি পূর্বনির্ধারিত সময়ের জন্য শিডিউল করতে পারবেন।
অর্ডার শিডিউল করার উপায়
লালামুভে যেকোনো অর্ডার করতে প্রথমেই আপনাকে প্রথমে লালামুভ অ্যাপ ডাউনলোড করতে হবে। আপনি অ্যান্ড্রয়েড ফোন ইউজার হলে Google play স্টোর থেকে, আর আপনি আইফোন ইউজার হলে App store থেকে আমাদের অ্যাপ ডাউনলোড করে নিন।
তারপর একটি একাউন্ট খুলতে হবে। আপনার ফোন নাম্বারসহ অন্যান্য প্রয়োজনীয় তথ্য দিয়ে অ্যাকাউন্ট খুলে ফেলুন।
অ্যাকাউন্ট খোলার পর আপনার প্রথমে আপনার পিক আপ অ্যাড্রেস সঠিকভাবে প্রবেশ করান।
এটিই সেই ঠিকানা যেখান থেকে লালামুভের ড্রাইভার আপনার কাছ থেকে পার্সেল নিয়ে যাবেন।
অর্ডার শিডিউল করতে অর্ডার প্লেসিং পেজে গিয়ে “পিক আপ সময়” ক্লিক করুন এবং “পরে” সিলেক্ট করুন।
এরপর আপনি ৩০ মিনিট থেকে ৩০ দিন পর্যন্ত পিক আপ টাইম শিডিউল করতে পারবেন।
আপনার পছন্দমতো পিক আপের তারিখ ও সময় সিলেক্ট করার পর, ড্রপ-অফ লোকেশন সঠিকভাবে দিন। এটি হচ্ছে আপনার পার্সেল যিনি রিসিভ করবেন, তার ঠিকানা।
প্রাপকের নাম, ঠিকানা এবং মোবাইল নাম্বার অবশ্যই নির্ভুলভাবে টাইপ করতে হবে।
এবার আপনার পছন্দমতো যানবাহন সিলেক্ট করুন।
অর্ডারটি রিভিউ করুন। দেখুন, আপনার দেওয়া নাম ,ঠিকানা, ফোন নাম্বার সব ঠিকঠাক আছে কি না। পেমেন্ট সিস্টেমটাও চেক করে নিন। আপনি চাইলে আপনার পছন্দমতো পেমেন্ট অপশন সিলেক্ট করে নিন।
কোনো সমস্যা না থাকলে ‘অর্ডার করুন’ প্রেস করে অর্ডার সম্পন্ন করুন। আপনার নির্ধারিত তারিখ এবং সময়মতো আমাদের ড্রাইভার আপনার দেওয়া পিক আপ লোকেশনে পৌছে যাবেন।
অর্ডার শিডিউল করার সুবিধা
এভাবে অর্ডার শিডিউল করার কিছু সুবিধা রয়েছে। যেমনঃ
সুবিধামতো সময় নির্ধারণ
অর্ডার শিডিউল করার মাধ্যমে আপনি নিজের সুবিধামতো সময়ে পিক-আপ নিশ্চিত করতে পারবেন। কুরিয়ার কখন পিকআপ করতে আসবে সেই আশায় আপনার বসে থাকার প্রয়োজন নেই। বরং আপনিই ঠিক করবেন তারা কখন এসে আপনার কাছ থেকে পার্সেল পিকআপ করবে। এতে আপনি আপনার অন্যান্য কাজ নিজের সুবিধা অনুযায়ী করতে পারবেন। এতে শেষ মুহূর্তে তাড়াহুড়ো করে অর্ডার প্লেস করা, পার্সেল প্যাক করার ঝামেলা থেকে মুক্ত থাকা যায়। অর্ডার শিডিউল করার সুবিধার কারনে মানসিক চাপ থেকেও আপনি মুক্ত থাকতে পারবেন।
সর্বোচ্চ একমাস আগে থেকেই বুকিং
লালামুভ অ্যাপের মাধ্যমে সর্বনিম্ন ত্রিশ মিনিট থেকে সর্বোচ্চ ত্রিশ দিন আগেই একটি অর্ডার শিডিউল করে রাখা যায়৷ এক মাস আগে থেকেই জরুরী পিক আপের জন্য বুকিং দিয়ে রাখা সম্ভব হবার কারনে আগেভাগেই সকল প্রস্তুতি সম্পন্ন করে রাখা সম্ভব হয়৷ এই সুবিধাটি বাড়ি বদলের সময় খুবই প্রয়োজনীয়।
হাউজ মুভিং সার্ভিসের জন্য লালামুভ খুবই জনপ্রিয়। বাড়ি বদলের ঝামেলাপূর্ণ কাজকে সহজ করতে আপনি নিজের প্রয়োজনমতো যানবাহন ভাড়া করতে পারেন Lalamove app এর মাধ্যমে। বাড়ি বদলের জন্য আমাদের রয়েছে ১ টন ট্রাক, ২ টন ট্রাক ও কাভার্ড ভ্যান। শুধু যানবাহনই নয়, মালপত্র ওঠানো-নামানোর জন্য প্রয়োজনীয় দক্ষ শ্রমিকও আপনি পেতে পারেন আমাদের মাধ্যমে। অর্ডার শিডিউল করার অপশনটি বাড়ি বদলের সময় বিশেষভাবে কাজে লাগতে পারে। বাড়ি বদল সাধারণত হুট করে করা হয় না। অন্তঃত এক-দুইমাস আগে থেকেই পরিকল্পনা করা হয়ে থাকে। যেহেতু, আমাদের অর্ডার শিডিউল সার্ভিসের মাধ্যমে সর্বোচ্চ এক মাস আগে থেকেই অর্ডার শিডিউল করে রাখা সম্ভব, সেহেতু আপনি আগে থেকেই হাউজ মুভিং সার্ভিসটি শিডিউল করে রাখতে পারেন। বাড়ি বদল করার দিন আপনার নির্ধারিত সময়ে আমাদের ট্রাক এবং লেবার আপনার বাড়ির মালপত্র পরিবহনের জন্য পৌছে যাবে।
শুধু হাউজ মুভিংই নয়, অর্ডার শিডিউল করার এই সুবিধাটি পবিত্র ঈদ-উল-আজহার সময় কোরবানীর পশু ও মাংস এক স্থান থেকে অন্য স্থানে পরিবহনের ক্ষেত্রেও কাজে লাগানো যায়।
ড্রাইভারদের জন্য সুবিধাজনক
অর্ডার শিডিউল করার অপশনটি শুধু কাস্টমারদের জন্যই না, ড্রাইভারদের জন্যও সুবিধাজনক। একজন ড্রাইভার যদি আগে থেকেই জেনে থাকেন তাকে একটি নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট এলাকা থেকে পার্সেল পিক করতে হবে, তাহলে তিনি আগে থেকেই তার রুট প্ল্যান তৈরি করে রাখতে পারেন। এতে করে নির্দিষ্ট দিনটিতে তার পক্ষে সময়মতো পিক আপ করতে আসা সহজতর হয়৷
সময়মতো পিক আপের নিশ্চয়তা
অর্ডার শিডিউল করার মাধ্যমে আপনি সময়মতো পিক আপ নিশ্চিত করতে পারেন। শিডিউলড অর্ডারগুলো যেহেতু আগেভাগেই করা হয়, সেহেতু এই অর্ডারগুলো সর্বোচ্চ গুরুত্ব সহকারে বিবেচনা করা হয়। রেগুলার অর্ডারগুলোর ক্ষেত্রে যদি পিক আওয়ারে একজন কাস্টমার পিকআপ রিকোয়েস্ট করেন তাহলে ড্রাইভার অর্ডার এক্সেপ্ট করতে বা পৌছতে কিছুটা দেরি করতে পারে। শিডিউলড অর্ডারের ক্ষেত্রে এই আশংকা নেই।
অর্থ সাশ্রয়
আর্জেন্ট বা সেম ডে ডেলিভারির ক্ষেত্রে আপনি যে কুরিয়ার সার্ভিসই ব্যবহার করেন না কেন আপনাকে অতিরিক্ত অর্থ গুনতে হবে। অর্ডার আগে থেকেই শিডিউল করা থাকলে শেষ মুহূর্তে আর্জেন্ট ডেলিভারির প্রয়োজন পড়ে না। এই কারনেই বেশকিছু অর্থ সাশ্রয় হয়।