ঢাকা শহরে পিকআপ/ট্রাক ভাড়ার তালিকা: অনলাইনে ট্রাক ভাড়া করুন সবচে' কম খরচে!

featured image

পণ্য বা মালামাল এক জায়গা থেকে অন্য জায়গায় আনা নেয়ার জন্য ট্রাক এবং পিকআপের জুড়ি নেই। সঠিক সময় এবং সঠিক স্থানে পণ্য পৌঁছে দেয়ার ক্ষেত্রে ট্রাক এবং পিকআপ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। মালামাল পরিবহন এখন অনেকটা সহজ। চাইলে যে কেউ  ঘরে বসেই পিকআপ এবং ট্রাক ভাড়া করতে পারেন সহজে। কিভাবে কম খরচে পিকআপ ও ট্রাক ভাড়া করবেন সে বিষয়ে জানাবো।

ভাড়া যাচাই করুন

পিকআপ কিংবা ট্রাক ভাড়া করার আগে ভাড়া যাচাই করে নিন। আপনি যে স্থানে মালামাল নিয়ে যাবেন সেখানকার দূরত্ব অনুযায়ী ভাড়া ঠিক আছে কিনা জেনে নিন। গাড়ী ভাড়া করার আগে দরদাম করে নেয়া ভালো। প্রথমবার যারা পিকআপ কিংবা ট্রাক ভাড়া করবেন তাদের উচিত যারা ইতোপূর্বে গাড়ী ভাড়া করেছেন তাদের থেকে পরামর্শ নেয়া। চেষ্টা করুন কম খরচে ভাড়া নেয়ার জন্য। অনলাইনে ভাড়ার তালিকা দেখে নিতে পারেন। 

 

ট্রাক/পিকআপ ভাড়ার রশিদ সংগ্রহ করুন

ট্রাক এবং পিকআপ ভাড়া করার সময় কোম্পানির কাছ থেকে রশিদ নিন। আপনি যে ট্রাক ভাড়া করেছেন রশিদ হচ্ছে সেটির একটি প্রমাণ। ভাড়া সংক্রান্ত কোনো ঝামেলা হলে তখন এই রশিদ আপনার কাজে আসবে। রশিদে সব তথ্য ঠিকঠাক ভাবে লেখা হয়েছে কিনা সেটি দেখে নিন। রশিদটি হাতে পাওয়ার পর যত্ন করে রাখুন।

 

সঠিক ট্রাক/পিকআপ বেছে নিন

মালামাল পরিবহনের জন্য বিভিন্ন ধরনের পিকআপ এবং ট্রাক পাওয়া যায়। আপনার মালমাল স্থানান্তর করার পূর্বে উপযুক্ত পিকআপ নির্বাচন করুন। এখন অনলাইনে পিকআপ, মিনি ট্র্যাক, বড় ট্রাক, কাভার্ড ভ্যান ইত্যাদি ভাড়া পাওয়া যায় সহজে । আপনার মালামালের পরিমান অনুযায়ী সঠিক গাড়িটি বেছে নিন। অল্প মালের জন্য ছোটো পিকআপ আর বেশি মালের জন্য বড় ট্রাক ভাড়া করতে পারেন।  আপনি যদি বুঝতে না পারেন আপনার মালামাল অনুযায়ী কি ধরনের গাড়ী প্রয়োজন তাহলে গাড়ী সরবরাহকারী প্রতিষ্ঠানের সাথে পরামর্শ করুন। তারা আপনি সঠিক গাড়ি নির্বাচনে সাহায্য করবে।

আপনি চাইলে ঘরে বসেও অনলাইনে ট্রাক ভাড়া করতে পারবেন সহজে।

 

গাড়ীর ফিটনেস দেখে নিন

গাড়ি ভাড়া করার পূর্বে গাড়ীটির ফিটনেস ঠিক আছে কিনা যাচাই করুন। গাড়ীর কাগজপত্র সঠিক আছে কিনা দেখে নিন।প্রয়োজনে গাড়ী ভাড়া করার পূর্বে গাড়িটি ভালো করে দেখে নিন কয়েকবার। যে প্রতিষ্ঠান থেকে গাড়ি ভাড়া করবেন সে প্রতিষ্ঠানের বৈধ কাগজপত্র আছে কিনা তা জেনে নিবেন।

অবশ্যই বিশ্বস্ত কোনো প্রতিষ্ঠান থেকে গাড়ি ভাড়া করা উচিত।

আরো পড়ুন: ঢাকার মধ্যে ঝামেলাহীন হোম শিফটিং: সহজেই বাসা বদল করবেন যেভাবে

 

দক্ষ ড্রাইভার

যে ট্রাকটি ভাড়া করতে যাচ্ছেন সে ট্রাকের ড্রাইভার দক্ষ কিনা সেটি জেনে নিন। ড্রাইভারের লাইসেন্স এর মেয়াদ আছে কিনা সেটিও জেনে নেয়া উচিত। অদক্ষ চালকের কারণে ঘটতে পারে যেকোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা।অভিজ্ঞ এবং দক্ষ চালক গাড়ি যেমন নিরাপদ রাখবে তেমনি আপনার মালামাল থাকবে সুরক্ষিত।

 

অনলাইনে ট্রাক বুকিং

অনলাইনে ট্রাক ভাড়া করলে আপনি বেশ কিছু সুবিধা পাবেন। আপনার পছন্দমতো ট্রাক ভাড়া করতে এখন ট্রাক স্ট্যান্ড এ গিয়ে ট্রাক খুঁজে সময় নষ্ট করতে হবে না । ঘরে বসেই এ্যাপস কিংবা 'লালামুভ এর ওয়েবসাইটে গিয়ে এক ক্লিকেই ট্রাক ভাড়া করতে পারবেন। 'লালামুভ' মোবাইল অ্যাপে অনলাইন বিডিং সিস্টেম রয়েছে। ফলে, আপনি কমরেটে ট্রাক ভাড়া করতে পারবেন। 

 

ট্রাক ভাড়ার তালিকা

ট্রাকের ধরণ পিকআপ টু ড্রপঅফ এরিয়া দুরত্ব (কি.মি.) লালামুভ ভাড়া অন্যান্যদের ভাড়া সেভিং
১ টন খোলা ট্রাক কালশী মোড় > উত্তরা আব্দুল্লাহপুর ১২.১ ৳ ৭৮৭ ৳ ১২৩০ ৫৬%
১ টন খোলা ট্রাক মিরপুর ১০ > পোস্তগোলা ১৭.৬ ৳ ৯০১ ৳ ১৩৪০ ৪৯%
১ টন খোলা ট্রাক গাবতলী বাসস্ট্যান্ড > খিলগাঁও রেলগেট ১৩.৫ ৳ ৮১৫ ৳ ১১৮০ ৪৩%
১ টন খোলা ট্রাক কাওরানবাজার > সদরঘাট ৬.৭ ৳ ৭০৩ ৳ ১৩৪০ ৯১%
১ টন খোলা ট্রাক গুলশান ১ > কাপ্তান বাজার ৯.৯ ৳ ৭৬৪ ৳ ১২৩০ ৬১%
১ টন কাভার্ড ট্রাক কুড়িল > ধানমন্ডি ৪ ১৬.৫ ৳ ১১৫৪ ৳ ১৩৯০ ২০%
১ টন কাভার্ড ট্রাক খিলক্ষেত বাস স্ট্যান্ড > আজিমপুর বাসস্ট্যান্ড ১৫.১ ৳ ১১৯৯ ৳ ১৫৫০ ২৯%
১ টন কাভার্ড ট্রাক কল্যাণপুর বাসস্ট্যান্ড > গুলশান ২ ১১.৯ ৳ ৯৯৯ ৳ ১৩৪০ ৩৪%
১ টন কাভার্ড ট্রাক বসিলা গার্ডেন সিটি > পল্টন চায়না টাউন ৯.৮ ৳ ১০০৬ ৳ ১৫৫০ ৫৪%
১ টন কাভার্ড ট্রাক বসুন্ধরা শপিং কমপ্লেক্স > যমুনা ফিউচার পার্ক ১৪.৬ ৳ ১০৬৯ ৳ ১৩৪০ ২৫%
২ টন খোলা ট্রাক উত্তরা 11 কাঁচা বাজার > ভাটারা কালী মন্দির ১৪.৯ ৳ ১৮০৬ ৳ ২২৪০ ২৪%
২ টন খোলা ট্রাক মিরপুর ১২ > দক্ষিণখান ১৩.৭ ৳ ১৭৫৮ ৳ ২৫৬০ ৪৬%
২ টন খোলা ট্রাক বনানী সুপার মার্কেট > নিউ মার্কেট ১৩.৬ ৳ ১৭৫৪ ৳ ২২৪০ ২৮%
২ টন খোলা ট্রাক নতুন বাজার > লালবাগ ১৫.৮ ৳ ১৮৪২ ৳২৬৮০ ৪৫%
২ টন খোলা ট্রাক ইম্পেটাস সেন্টার > প্রিয়াঙ্কা রানওয়ে সিটি ১৮.৯ ৳ ১৯৬৬ ৳ ২২৪০ ১৪%

 

সঠিকভাবে মাল লোডিং করুন

পিকআপ বা ট্রাকে মালামাল উঠানোর সময় সাবধানতা অবলম্বন করুন।  জিনিসপত্র যাতে ভেঙে না যায় সেদিকে খেয়াল রাখুন। গাড়িতে মালামাল গুছিয়ে রাখুন এতে করে নষ্ট হওয়ার সম্ভাবনা কম থাকবে । ভারী জিনিসপত্র দক্ষ লোক দিয়ে উঠানোর চেষ্টা করুন। কাচের জিনিসপত্র হলে সেগুলো আলাদা করে রাখুন। মালামাল উঠানোর সময় ড্রাইভার বা হেলপারের সাথে আলাপ করুন। মাল উঠানো হয়ে গেলে উপরে তেরপল দিয়ে ঢাকে দিন এবং দড়ি দিয়ে বেঁধে ফেলুন। এতে করে বৃষ্টি কিংবা রোদে মালামাল নষ্ট হবে 

উপরের পরামর্শগুলো মেনে চলুন এবং সহজ ও ঝামেলাহীন হোম বা অফিস শিফটিংসহ যেকোনো প্রয়োজনে ট্রাক ভাড়া এক অ্যাপ থেকেই। ডাউনলোড করুন লালামুভ মোবাইল অ্যাপ: ক্লিক করুন

Read more