ঢাকার মধ্যে ঝামেলাহীন হোম শিফটিং: সহজেই বাসা বদল করবেন যেভাবে

featured image

ঝামেলার অপর নাম যেন 'বাসা বদল'। বাসা বদলাতে গিয়ে ঝামেলায় পড়েননি এমন মানুষ খুঁজে পাওয়া মেলা ভার। বিশেষ করে ঢাকায় যারা থাকেন তারা বাসা পাল্টাতে গিয়ে নানান সমস্যায় পড়েন । কেউ কেউ বাসা পরিবর্তনের ভয়ে একই বাসায় থেকে যান বছরের পর বছর। তবে, বাসা বদলানোর সময় কিছু বিষয় খেয়াল রাখলেই বাসা বদল হবে ঝামেলাহীন। 

আসুন জেনে নেই বাসা বদলের কিছু চমৎকার এবং সহজ টিপস।

১। আগেই প্রস্তুতি নিন

বাসা চেঞ্জ

বাসা বদলানের আগে থেকেই প্রস্তুতি নিয়ে রাখুন। বাসা বদলের সময় প্রয়োজন হতে পারে এমন জিনিসপত্র যেমন কার্টন, বড় ব্যাগ , দড়ি, ঝাড়ু স্কচটেপ,  কাটিং প্লাস ইত্যাদি সামগ্রী আগে থেকেই যোগাড় করে রাখুন। হুট করে বাসা বদলানোর সিদ্ধান্ত না নেয়াই ভালো।

বাসা পাল্টানোর মানসিক এবং শারীরিক প্রস্তুতি নিয়ে রাখুন। বাসা ছাড়ার অন্তত দুই কিংবা তিন মাস পূর্বে বাড়িওয়ালাকে বাসা ছেড়ে দেয়ার কথা জানিয়ে রাখুন। তাহলে বাড়িওয়ালার সাথে বাসা ছেড়ে দেয়া নিয়ে ঝামেলায় পড়তে হবে না। পরিবারের সবার সাথে বাসা বদলানোর বিষয়টি শেয়ার করুন এবং তাদের সাহায্য নিন। বাসা ছাড়ার দিন সবাইকে ফ্রি থাকতে বলুন যাতে বাসা বদলানোর কাজে সাহায্য করতে পারে। নতুন বাসা নেয়ার আগে কিছু বিষয় জেনে রাখুন যেমন : 

  • বাসা থেকে অফিসের দূরত্ব অনেক বেশি হলে এতে অফিসে যাতায়াতে সমস্যা হবে কিনা
  • যেখানে বাসা নিচ্ছেন সে জায়গায় বাচ্চাদেকে পড়ানোর মতো ভালো শিক্ষা প্রতিষ্ঠান আছে কিনা।
  • পরিবারের বড় সদস্য যারা কলেজ বা বিশ্ববিদ্যালয় পড়ছে তাদের নতুন বাসা থেকে ক্লাস করতে যেতে ঝামেলা হবে কিনা।

২। ছুটির দিন বেছে নিন

holiday_home_shifting_Dhaka

বাসা বদলানোর ক্ষেত্রে ছুটির দিন বেছে নিন। ছুটির দিনগুলোতে বাসা পাল্টানো অনেকটা সহজ। কারণ, তখন রাস্তাঘাট ফাঁকা থাকে। যানজট না থাকায় দ্রুত সময়ে বাসার মালামাল এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যাওয়া যায়।
তাছাড়া ছুটির দিনে পরিবারের সবাইকে বাসায় পাওয়া যায়। হোম শিফটিং এর সময় তাদেরকে কাজে লাগানো যায়।

৩। অপ্রয়োজনীয় জিনিসপত্র ফেলে দিন

house shifting service in dhaka

বাসা চেঞ্জ করার সময় প্রথমেই বাসায় থাকা অপ্রয়োজনীয় কিংবা পুরনো জিনিসপত্র ফেলে দিন। সবকিছু নতুন বাসায় টেনে নিয়ে যাওয়ার দরকার নেই। প্রয়োজন নেই এমন জিনিস চাইলে বিক্রিও করে দিতে পারেন। এতে করে নতুন বাসাটা জঞ্জালমুক্ত থাকবে। তাছাড়া টানাহেঁচড়ার ঝামেলাও কমবে অনেকখানি।

৪। বৈদ্যুতিক যন্ত্রপাতি সাবধানে খুলুন

house moving tips

বাসা বদলানোর সময় বৈদ্যুতিক যন্ত্রপাতি খুলে রাখুন। বৈদ্যুতিক যন্ত্রপাতি খোলার জন্য ইলিকট্রিশিয়ান বাসায় নিয়ে আসুন।খোলার সময় যন্ত্রপাতি যেন ভেঙে না যায় সেদিকে খেয়াল রাখুন। নিজে নিজে এসব খুলতে গিয়ে যেকোনো সময় দুর্ঘটনা ঘটে যেতে পারে তাই সতর্ক থাকুন। বৈদ্যুতিক যন্ত্রপাতি গুলো খুলে ভালো করে পেপার কিংবা কাপড় দিয়ে মুড়িয়ে রাখুন এতে ধূলোবালির হাত থেকে রক্ষা পাওয়া যাবে।

আরো পড়ুন: শহুরে জীবনে ঝামেলাহীন থাকার সহজ উপায়

৫। গুছিয়ে রাখুন

arrange_parcle

নতুন বাসার ওঠার আগে মালামাল গুছিয়ে রাখুন। বাসার প্রয়োজনীয় জিনিসপত্রের তালিকা করে ফেলুন। নতুন বাসায় ওঠার সময় সে তালিকা ধরে ধরে মালামাল সাজিয়ে রাখুন। এতে করে কোনো জিনিস মিসিং হলে সেটি সহজে বুঝতে পারবেন সহজে।
আগে থেকে গুছিয়ে রাখার ফলে বাসা বদলানোর দিন বাড়তি ঝামেলায় পড়তে হবে না।

৬। পরিষ্কার পরিচ্ছন্ন

home_shifting_clean

  • বাসা খালি করার কয়েকদিন আগ থেকে রুম পরিস্কার করে রাখুন এতে বাসা হালকা হবে। তেমনি ভাবে যে নতুন বাসায় উঠবেন সেটিও পরিস্কার পরিচ্ছন্ন করে তারপর মালামাল উঠান। নতুন বাসার মেঝ ভালো করে ফ্লোর ক্লিনার দিয়ে পরিস্কার করে ফেলুন।
  • বাসা পাল্টানোর  ২/৩ দিন আগে থেকেই ধীরে ধীরে ফ্রিজ খালি করার চেষ্টা করুন। বাসা বদলানোর আগের দিন ফ্রিজ বন্ধ করে রাখুন যাতে পরের দিন ফ্রিজে কোনো পানি ঝমে না থাকে। ফ্রিজ খালি করে নতুন বাসায় উঠাবেন ।
  • হোম শিফটিং এর কয়েকদিন আগ থেকে সবজি,  মাছ এবং মাংস থাকলে সেগুলো রান্না করে খাওয়া শুরু করুন এতে করে ফ্রিজ খালি হতে থাকবে।
  • আপনার বাসায় যদি গাছের টব থাকে তাহলে সেসব টবে জমে থাকা পানি বাসা বদলের আগের দিন ফেলে দিন। এতে গাছের টবগুলো অন্যত্র সরিয়ে নিতে সুবিধে হবে। গাছের ডালাপাল বেশি বড় হয়ে গেলে ছাঁটাই করে নিন। বাসা বদলানোর সময় গাছগুলো যেন মরে না যায় সেদিকে খেয়াল রাখবেন।

৭। পোকামাকড় দমন

pest-control_home_shifting_BD

নতুন বাসায় মালামাল ওঠানোর পূর্বে আসবাব পত্রে পোকামাকড় দমনের ঔষধ ভালোভাবে ছিটিয়ে নিন যাতে নতুন বাসায় পোকামাকড়ের উৎপাত না থাকে। যে বাসায় উঠবেন সে বাসায় আগ থেকেই তেলাপোকা কিংবা ইঁদুর থাকতে পারে তাই তেলাপোকা মারার ওষুধ ছিটিয়ে দিন বাসার মেঝেতে৷ বাসার প্রতিটি রুমে এয়ারফ্রেশনার স্প্রে করুন।

৮। প্যাকিং

বাসা বাড়ি অফিস পরিবর্তন

বাসা পাল্টানের গুরুত্বপূর্ণ একটা কাজ হলো প্যাকিং। ভালোভাবে প্যাকিং করতে পারলে মালামাল ভাঙা বা নষ্ট হবে না।
বাসা বদলের কয়েকদিন আগে থেকেই জিনিসপত্র প্যাকিং করতে শুরু করুন। প্যাকিং এর জন্য কার্টন, দড়ি, স্কচটেপ ব্যাগ, বাবল র‍্যাপার ইত্যাদির দরকার হবে। প্যাকিং করার সময় একই রকম জিনিসগুলো একটা বক্সে ভরে রাখুন।
কাচের জিনিস থাকলে সেগুলো সাবধানে প্যাকিং করুন। প্যাকিং এর গায়ে 'কাচের জিনিস' এই কথাটা লিখে রাখতে পারেন এতে করে ভাঙার সম্ভাবনা অনেকটা কমে যাবে। কোন প্যাকেটে কী রেখেছেন তা লিখে রাখুন মার্কার দিয়ে । তাহলে নতুন বাসায় উঠার পর জিনিসপত্র খুঁজে পাওয়াটা সহজ হবে।

৯। ইমার্জেন্সি ব্যাগ রাখুন

emergency_bag

বাসা চেঞ্জ করার সময় সাথে একটা ইমার্জেন্সি ব্যাগ রাখুন। সে ব্যাগে আপনার মূল্যবান জিনিস যেমন টাকা, গহনা, দলিল, ঘরের চাবি ইত্যাদি রাখুন। বাসা বদলের সময় রুম এলোমেলো হওয়ার কারণে এসব গুরত্বপূর্ণ  জিনিস হারানোর সম্ভবনা থাকে।  ইমার্জেন্সি ব্যাগ হতে পারে এ সমস্যার সমাধান।

১০। ট্র্যাক ভাড়া করুন

truck lagbe

বাসার মালামাল এক জায়গা থেকে অন্য জায়গায় নেয়ার জন্য ট্রাক হতে পারে সহজ সমাধান। বারবার জিনিসপত্র সরানোর চেয়ে একবারে ট্রাকে ভরে নেয়াই উত্তম। এতে করে সময় এবং টাকা দুটাই বাঁচবে। বাসা বদলের কয়েকদিন আগেই ট্রাক ভাড়া করে রাখুন। তবে, ট্রাক ভাড়া করার সময় দরদাম করে নিন। ভাড়া যাতে বেশি না হয়ে যায় সেদিকে খেয়াল রাখুন। ট্রাক মালামাল ওঠানোর পূর্বে ভালোভাবে দেখে নিন সব ঠিকঠাক আছে কিনা।
বাসা বদলানো সহজ করতে বর্তমানে অনেক মুভিং কোম্পানি রয়েছে।  তার মধ্য অন্যতম 'লালামুভ'। হোম শিফটিং সহজ করতে যোগাযোগ করতে পারেন আমাদের সাথে। যখনই আপনার ট্রাক লাগবে, তখনই আমরা প্রস্তুত দক্ষ লেবার এবং ভেরিফাইড ট্রাক ড্রাইভাদের নিয়ে। বাসা বদল বা অফিস শিফটিং সবকিছু হবে অনায়াসে লালামুভের মাধ্যমে। এখনই ইন্সটল করুন আমাদের মোবাইল অ্যাপ

১১। নতুন সংযোগ

bangla blog

নতুন বাসায় ওঠার কয়েকদিন আগে বাসার ইন্টারনেট, ল্যান্ড ফোন এবং ডিশ অফিসে যোগাযোগ করে রাখুন। তাদেরকে আপনার নতুন বাসার ঠিকানা জানিয়ে দিন  ৩/৪ দিন আগেই। যাতে আপনার বাসার ঠিকানা সহজে খুঁজে পায় তারা।
নতুন বাসায় ওঠার আগে সে বাসার বিদ্যুৎ এবং গ্যাস সংযোগ ঠিকঠাক আছে কিনা সেটি জেনে নিন। নতুন বাসার ওঠার কয়েকদিন আগে ইলেকট্রিশিয়ান বলে রাখুন। আপনার নতুন  বাসার ফ্যান, লাইট, টিভি ইত্যাদি লাগাতে তাদের দরকার পড়বে। পুরনো বাসায় ব্যবহৃত লাইট, ফ্যান ভালো থাকলে সেসব নতুন বাসায় ব্যবহার করুন। নতুন করে কিনে টাকা নষ্ট করার মানে হয় না।

১২। প্ল্যানমাফিক রুম সাজান

moving companies

নতুন বাসায় ওঠার আগে সে বাসা নিয়ে একটা পরিকল্পনা করে ফেলুন। বাসার কোন রুমে কোন কোন জিনিসপত্র রাখবেন সেটি ঠিক করে ফেলুন৷ রুম সাজনাো নিয়ে পরিবারের সবার সাথে আলাপ করে নিন। নতুন বাসায় ওঠার আগে দরজা এবং জানালার পর্দার মাপ নিয়ে পর্দা বানিয়ে নিন। ধুলাবালি ও রোদের তাপ ঠেকাতে পর্দা কাজে দিবে। 
নতুন বাসার রঙ পছন্দ না হলে সেটি  মনের মতো রঙ করিয়ে নিন। রঙ করার বিষয়টি বাড়িওয়ালার সাথে আলোচনা করে নিন। 

উপরের পরামর্শগুলো মেনে চলুন এবং সহজ ও ঝামেলাহীন হোম বা অফিস শিফটিং করুন ঢাকা, গাজীপুর, নারায়ণগঞ্জ ও নরসিংদীর ভেতরে শুধু লালামুভের সাথে। ডাউনলোড করুন লালামুভ মোবাইল অ্যাপ: ক্লিক করুন

Read more