সহজে বাসা বদলাবার ৫ টিপস

featured image

বাসা বদলের থেকে ঝামেলার বিষয় জীবনে খুব কমই আছে। কখনও কখনও এক মাস আগে থেকেই বাসা বদলের প্রস্তুতি নিতে হয়। অনেকেতো বাসা বদলের ঝামেলা এড়াতে নানা সমস্যা সত্ত্বেও একই বাসায় থেকে যায় বহু বছর। বাসা বদলের সময় একটু এদিক সেদিক হলেই ঝামেলার শেষ থাকে না। কিন্তু দীর্ঘ প্রস্তুতির পরেও দেখা যায় ছোট-বড় নানা ভুল থেকেই যায়। 

সব উতরে গেলেও শেষে থেকে যায় সবচে’ বড় চ্যালেঞ্জ। পিক-আপ ট্রাক ভাড়া যেহেতু সব জায়গায় চাইলেই এগুলো পাওয়া যায় না, আবার পাওয়া গেলেও তার দরদাম নিয়ে নানা ঝামেলায় পড়তে হয়। এছাড়াও ট্রাকের সঙ্গে প্রয়োজন পড়ে লেবারের। সেই লেবার খুঁজতে এবং তাদের সঙ্গে দরদাম করতে আরেক দফা ঝামেলা পোহাতে হয়।

যে লেবার আসে তাদের দিকেও সবসময় চোখ রাখতে হয়। সুযোগ বুঝে তারা কোনো জিনিস সরিয়ে ফেলে কিনা সেই আতঙ্কে থাকতে হয়। বাসা পরিবর্তনের সময় লেবাররা জিনিসপত্র ঠিকঠাক মতো হ্যান্ডেল করতে পারছে কিনা সেটির দিকেও নজর রাখতে হয়। তবে একটিমাত্র অ্যাপ ব্যবহার করেই এতসব ঝামেলা থেকে সহজেই মুক্তি পাওয়া যেতে পারে।

Lalamove অ্যাপ ব্যবহার করে নির্দিষ্ট আকারের ট্রাক ভাড়া করা থেকে শুরু করে বাসা পরিবর্তনের যাবতীয় ঝামেলা দূর করতে পারেন এক নিমেষেই। এই আর্টিকেলে আমরা পাঁচটি উপায় নিয়ে আলোচনা করবো যা Lalamove-এর মাধ্যমে বাসা পরিবর্তনকে সহজ করে তুলবে। 

 

Arranging_house_shifting_essentials (1)

 

 

আগে থেকেই প্রয়োজনীয় জিনিস সব জোগার করুন:

বাসা পরিবর্তন করতে হলে প্রয়োজন পরে কার্টন বক্স, পুরাতন সংবাদপত্র, নাইলনের দড়ি, পাটের ব্যাগ, পলিথিন র্যাপার ও কর্ক শিটের মতো দরকারি জিনিসের। বাসা পরিবর্তনের দিন তাড়াহুড়া করে এগুলোর ব্যবস্থা করা অসম্ভব হয়ে দাঁড়ায়। তাই আগে থেকেই এগুলো কিনে রাখতে পারেন।

বাসার একেক জিনিসের প্যাকেজিং একেক রকমভাবে করতে হয়। ভঙ্গুর বা কাঁচের তৈরি জিনিসগুলো যাতে ভেঙে না যায় তার জন্য সেগুলোকে সংবাদপত্রের কাগজ দিয়ে মুড়িয়ে নিতে হবে। এরপর সেগুলোকে কার্টন বক্সের ওপরে রেখে পরিবহণ করতে হবে। ফার্নিচারের ক্ষেত্রে আবার এগুলোকে পলিথিন শিট দিয়ে পেচিয়ে নেয়া নিরাপদ। অপরদিকে ইলেকট্রনিক জিনিসপত্রের ক্ষেত্রে কর্ক শিট দিয়ে পেচিয়ে নেয়া জরুরি।

 

Take_it_or_leave_it_for_delivery (1)

 

বাদ দিন অপ্রয়োজনীয় জিনিসপত্র:

এক বাসায় অনেকদিন থাকলে এতে নানা অপ্রয়োজনীয় জিনিস জমে যায়। রান্না ঘরে হয়ত পুরানো আইসক্রিমের বাটি থেকে শুরু করে প্লাস্টিকের কন্টেইনার জমে গেছে। কখনও কাজে লাগবে এমন আসায় আমরা প্রায়ই এসব জিনিস ফেলতে পারি না। তবে বাসা পরিবর্তনের সময় এসব না নেয়াই ভালো। আবার দেখা যায় বাসায় এমন সব পেইন্টিং আছে যা নতুন বাসার সঙ্গে একেবারেই যাচ্ছে না। সেক্ষেত্রে এগুলো সঙ্গে নিয়ে যাওয়ার বিষয়টিও পুনরায় বিবেচনা করতে হবে।

তাও বাসা পরিবর্তনের সময় এসব জিনিসের ক্ষেত্রে নিজেকে প্রশ্ন করতে হবে যে, আমার কি আসলেই এটি দিয়ে আর কোনো কাজ আছে? আমার কি আসলেই এটি দরকার? যদি উত্তর ‘না’ হয়, তাহলে এগুলো নিয়ে মনের মধ্যে আর দ্বিধা রাখা ঠিক নয়। এসব জিনিস বাদ দিলে বাসা পরিবর্তনও সুবিধা জনক হবে আবার নতুন বাসাও অনেক অপ্রয়োজনীয় জঞ্জাল থেকে বেচে যাবে।

 

Key_step_of_house_shifting_Declutter (1)

 

কম গুরুত্বপূর্ণ জিনিসপত্র বেঁচে দিন:

অনেক দিন পর বাসা পরিবর্তন হলে তা ঘরের ফার্নিচার বদলানোর জন্য একটি সুযোগ নিয়ে আসে। সাধারণ সময় হয়ত পুরানো এসব ফার্নিচার বদলানো হয় না। কিংবা দুই দশক আগের একটি ফ্রিজ রয়ে গেছে, যা আলাদা করে আর সরানো হয়নি কখনও। কিন্তু বাসা পরিবর্তনের সময় যেহেতু এগুলো সরানোর ঝামেলা মাথায় নিতেই হচ্ছে, তাই এই সময় এগুলোকে বিক্রি করে দেয়াই ভালো। 

আবার চাইলে পরিচিতদের মধ্যে কারও এগুলোর কিছু প্রয়োজন পড়লে তাকেও তা পাঠিয়ে দেয়া যায়। দেখা গেলো আপনি যে পেইন্টিংটা ফেলে যাচ্ছেন তা আপনার কোনো বন্ধু এর আগে পছন্দ করেছিল। তাই বাসা পরিবর্তনের সময় তার কাছে পেইন্টিংটা লালামুভের মাধ্যমে পাঠিয়ে দিন।

বড় আকারের ডেলিভারির জন্য আছে পিক আপ ট্রাক। আবার ছোট পেইন্টিং পাঠাতে পারেন Lalamove-এর মোটরসাইকেল ডেলিভারির মাধ্যমে। মোটরসাইকেলের ক্ষেত্রে ২০ কেজি পর্যন্ত বেস ফেয়ার হচ্ছে মাত্র ৯৬ টাকা। অপরদিকে খোলা ট্রাক এবং কাভার্ড ভ্যানের ক্ষেত্রে ৮০০ কেজি পর্যন্ত বেস ফি হচ্ছে ৬৪০ টাকা ও ৮০০ টাকা । 

 

 

Book_a_pickup-_van_with_prechedule (1)

 

সহজে ও কম সময়ে ট্রাক ভাড়া করুন:

বাসা পরিবর্তনের ক্ষেত্রে “সময়” অনেক গুরুত্বপূর্ণ একটি বিষয়। ট্রাক খুঁজতে আলাদা করে যাতে সময় নষ্ট করতে না হয় তাই অনলাইনে ট্রাক খোঁজা অনেক সুবিধাজনক।

অনলাইনে ট্রাক খোঁজার নির্ভরযোগ্য মাধ্যম হচ্ছে লালামুভ। এই অ্যাপ এতটাই ইউজার ফ্রেন্ডলি যে সহজেই খুব কম সময়ে যেকেউ নিজের প্রয়োজন অনুযায়ী ট্রাক ভাড়া করতে পারে। শুধু বাসা বদল নয়, অন্য যে কোনো ধরণের ডেলিভারি কাজেও এই অ্যাপ আপনার জীবনকে সহজ করে দেবে। কাভার্ড ভ্যান থেকে শুরু করে পিক আপ ট্রাক ভাড়া করা সম্ভব মাত্র কয়েক মিনিটেই। কয়েক ক্লিকেই ট্রাক অর্ডারের পর দ্রুততম সময়ের মধ্যে তা নির্দিষ্ট স্থানে গিয়ে হাজির হবে। রাস্তায় গিয়ে ট্রাকের জন্য গরু খোঁজা করা লাগবে না। 

একইসঙ্গে Lalamove-এ ট্রাক অর্ডার করলে আপনার খরচও অনেক কমে যাবে। সাধারণত ট্রাক ভাড়া করতে একটার পর একটা কল দিতে হয়, আবার ট্রাক ভাড়ার অফিসগুলোতে যেতে হয়। সেখানে নানা কাগজপত্রের ঝামেলা তো আছেই। কিন্তু Lalamove-এ শুধু টার্গেট লোকেশনটি দিয়ে দিলেই হলো। যথাসময়ে ট্রাক এসে হাজির। নিশ্চিন্তে করুন বাসা বদল।

অ্যাপ ডাউনলোড লিঙ্কঃ https://lalamove.onelink.me/2vQB/userapp

 

 

Get_labor_for_house_shifting_assistance (1)

 

প্রয়োজন অনুযায়ী লেবার ভাড়া করুন:

আগেই বলেছি যে, বাসা পরিবর্তনের মতো ঝামেলার কাজ মানুষের জীবনে কমই আসে। তাই একা একা বাসা পরিবর্তনের পরিকল্পনা থাকলে তা এখনই বাদ দিন। এ জন্য অবশ্যই লেবারের প্রয়োজন। ফার্নিচার ওঠানো, নামানো থেকে শুরু করে অনেক কঠিন কাজ থাকে। আর বেশিরভাগ ক্ষেত্রেই একসঙ্গে দুজনকে কাজ করতে হয়। ফার্নিচারের ওজন বেশি হলে চারজন লেবারেরও প্রয়োজন পরতে পারে। তবে আপনার যদি ছোট পরিবার হয় সেক্ষেত্রে দুজন লেবারেই বাসা পরিবর্তন হয়ে যাওয়ার কথা। 

সাধারণত বাসা পরিবর্তনের জন্য আলাদা কিছু দক্ষতার প্রয়োজন পড়ে। তাই নিয়মিত বাসা পরিবর্তন করে এমন লেবার ভাড়া করার চেষ্টা করুন। তারা ঠিকভাবে প্রতিটি আসবাবপত্র ও জিনিস হ্যান্ডেল করতে পারবে। দক্ষ লেবারই পারে বাসা পরিবর্তনের সময় ক্ষতি সর্বনিম্ন পর্যায়ে রাখতে। 

এ ক্ষেত্রেও আপনাকে সহায়তা করতে পারে Lalamove। এই প্ল্যাটফর্ম থেকে আপনি সহজেই লেবার ভাড়া করতে পারবেন। এ জন্য শুধুমাত্র আপনাকে অ্যাপে যেতে হবে এবং ট্রাক ভাড়ার সময় এডিশনাল সার্ভিস থেকে লেবার অপশনে ক্লিক করতে হবে। আর এতে এক নিমিষেই আপনার লেবার নিয়ে সব চিন্তা দূর হয়ে যাবে।

আবার এই সাহায্যকারী লেবারদের চার্জ নিয়েও আপনাকে ভাবতে হবে না। Lalamove অ্যাপেই সব উল্লেখ করা আছে। একজন লেবারের জন্য আপনাকে খরচ করতে হবে মাত্র ৭০০ টাকা। আর দুইজনের জন্য ১৪০০ টাকা। 

বিস্তারিত জানতে ভিজিট করুনঃ https://www.lalamove.com/bn/

 

উপরের এই পাঁচটি পরামর্শ ঠিকঠাকভাবে অনুসরণ করলে আপনার বাসা পরিবর্তন হবে অনেক সহজ। তারপরেও বাসা পরিবর্তনের জন্য প্রয়োজন রয়েছে পূর্ব প্রস্তুতির। আগে থেকে সব পরিকল্পনা করে রাখলে এবং সঠিক মাধ্যমে বাসা পরিবর্তন করলে হোম-শিফটিং এর প্যারা আর থাকবে না। 

 

20240228-183607

 

 

Read more