বাড়ি বদলের জন্য ট্রাক ভাড়া করবেন কিভাবে?

featured image

মানুষের সবচেয়ে আপন এবং নিরাপদ আশ্রয়স্থল  হল তার নিজের বাসস্থান। তবে এই বাসস্থানও  সবসময় স্থায়ী হয় না। জীবিকার তাগিদে এক স্থান থেকে অন্য স্থানে মানুষকে বসতি গড়তে হয় অহরহ। আর এমন পরিস্থিতেই বাড়ি বদলের প্রয়োজন হয়।  পৃথিবীর যেকোন দেশেই একটি অত্যান্ত ঝামেলাপূর্ণ কাজ হল বাড়িবদল। বাড়িবদল সবসময় যে দীর্ঘদিন ধরে পরিকল্পনা করে করা হয় তা নয়। প্রায়ই হঠাৎ করে বাড়ি ছেড়ে দেবার মতো পরিস্থিতি সৃষ্টি হয়। যেমন নতুন চাকরি, হঠাৎ নতুন জায়গায় চাকরির পোস্টিং, সন্তানদের নতুন কোনো স্কুলে ভর্তির সুযোগ পাওয়া ইত্যাদি।

বছরের পর বছর ধরে যে বাড়িতে আপনার বসবাস, হঠাৎ করে সেখান থেকে তল্পিতল্পা গুটিয়ে চলে যাওয়া চাট্টিখানি কথা নয়। তাড়াহুড়োর কারনে অনেকে অনেক দরকারী জিনিসপত্রও আগের বাড়িতেই ভুল করে রেখে আসে। কিংবা শুধুমাত্র পরিবহনের ঝামেলার কারনে কেউ কেউ অনেককিছুই ছেড়ে যেতে বাধ্য হয়। বাড়িতে শুধু বড় বড় আসবাবপত্রই যে থাকে, তা তো নয়,অনেক জরুরী কাগজপত্রও থাকে। যেমন সার্টিফিকেট, জমি-জমা সংক্রান্ত দলীল ইত্যাদি। বাসা পরিবর্তনের সময় এগুলো যদি কোনোভাবে হারিয়ে যায় তাহলে অনেক বড় বড় ঝামেলা নেমে আসা অনিবার্য। আবহাওয়ার কথাও মাথায় রাখতে হয়। ঝড়-বৃষ্টির দিনে বাসা পরিবর্তন মানে দ্বিগুণ ভোগান্তি! বৃষ্টির পানিতে মালপত্র ক্ষতিগ্রস্থ হবার আশংকা থেকেই যায়। বাড়িবদল করতে হলে  ভালোভাবে গোছগাছের ব্যপারটা তো আছেই, সেই সাথে প্রয়োজন হয় উপযুক্ত কিছু যানবাহন এবং ঝামেলামুক্ত সার্ভিসের।

বাড়ি বদল হোক ঝামেলামুক্ত

বাড়ি বদলের ক্লান্তিকর ও ঝামেলাপূর্ণ কাজটিকে সহজ করতে আপনাদের পাশে রয়েছে Lalamove। কম সময়ে, কম খরচে বাড়ি বদলের জন্য Lalamove এর উপরে নিশ্চিন্তে আস্থা রাখা যায়। 

Lalamove  কী এবং কিভাবে কাজ করে

Lalamove একটি অন-ডিমান্ড ডেলিভারি প্লাটফর্ম। Lalmove থেকে আপনি আপনার প্রয়োজনমতো ট্রাক এবং অন্যান্য যানবাহন ভাড়া করতে পারবেন। এই সার্ভিসটি নিতে আপনাকে একটি মোবাইল অ্যাপ ডাউনলোড করতে হবে। মোবাইল অ্যাপের মাধ্যমে আপনি নিজের পছন্দমতো সময়ে ট্রাক ভাড়া করতে পারবেন। 

বাড়ি বদল করতে চান?

বাড়ি বদলের জন্য রয়েছে Lalamove  এর কয়েক ধরনের ট্রাক এবং কাভার্ড ভ্যান। যেমন-

১ টন ট্রাক

এই ধরনের ট্রাকের আকারসীমা ১৮৮ × ১৩৩ × ১০৮ সেমি। বাসা বদলের পণ্য ডেলিভারি, বড় যন্ত্রপাতি এবং ইলেকট্রনিক্স  যন্ত্রপাতি পরিবহনের জন্য এই ট্রাকগুলো ব্যবহার করা হয়। ১ টন ট্রাকের মাধ্যমে সর্বোচ্চ ৮০০ কেজি পর্যন্ত মালামাল পরিবহন করা যাবে। ১ টন ট্রাকের প্রাথমিক ফি ১৪৯৯ টাকা। 

২ টন ট্রাক

এই ট্রাকগুলোর আকারসীমা  ৩৭০ × ১৯০ × ২১০ সেমি। বাসা বদলের পণ্য ডেলিভারি, বড় যন্ত্রপাতি এবং ইলেকট্রনিক্স পরিবহনের জন্য ব্যবহৃত এই ট্রাকগুলোর মাধ্যমে সর্বোচ্চ ২০০০ কেজি পর্যন্ত পণ্যসামগ্রী পরিবহন করা যাবে। ২ টন ট্রাকের প্রাথমিক ফি ২৯৯৯ টাকা। 

১ টন কাভার্ড ভ্যান

রোদ কিংবা বৃষ্টিতে নিরাপদে বাসা বদলের জন্য পারফেক্ট হল ১ টন কাভার্ড ভ্যান । এই বাহনগুলোর আকারসীমা ১৮৮ × ১৩৩ × ১০৮ সেমি। সর্বোচ্চ ৮০০ কেজি পর্যন্ত পন্য পরিবহন করা যাবে ১ টন কাভার্ড ভ্যানের মাধ্যমে। ১ টন কাভার্ড ভ্যান ভাড়া করতে প্রাথমিক ফি  গুণতে হবে ৬৪০ টাকা। 

লক্ষ্য রাখতে হবে

ডেলিভারি সার্ভিসের ভাড়া বেশ কয়েকটি বিষয়ের উপর নির্ভর করে। যেমন ট্রাফিক পরিস্থিতি, অর্ডারের পরিমাণ, রাইডার/ ড্রাইভারদের সহজলভ্যতা, প্রযোজ্য টোল, সারচার্জ ইত্যাদি। তাই সার্ভিসের মোট ভাড়া অবস্থা সাপেক্ষে পরিবর্তিত হতে পারে। উপরে উল্লেখিত বিষয়সমূহের কারণে সার্ভিস রিকোয়েস্টের সময় অ্যাপে  প্রদর্শিত ভাড়া এবং সার্ভিস পরবর্তী মূল ভাড়া এক নাও হতে পারে। 

যেসব এলাকায় Lalamove এর সেবা পাওয়া যাবে

বর্তমানে  Lalamove  ঢাকা, টঙ্গী, আশুলিয়া, গাজীপুর, সাভার, কেরানীগঞ্জ, নরসিংদী, নারায়ণগঞ্জ, এবং রুপগঞ্জ জুড়ে ডেলিভারি দিচ্ছে। শীঘ্রই বাংলাদেশের বিভিন্ন শহরে এই সার্ভিসটি পাওয়া যাবে।

বাড়ি বদলের জন্য Lalamove  থেকে  ট্রাক ভাড়া করবেন কিভাবে?

বাড়ি বদলের সার্ভিসের জন্য Lalamove  থেকে ট্রাক ভাড়া করতে চাইলে Lalamove অ্যাপ ডাউনলোড করুন। তারপর  নিচের ধাপগুলো অনুসরণ করুন:


ধাপ ১ঃ এড্রেস সেকশনে পিক-আপ এবং ড্রপ-অফ লোকেশন সেট করুন।

যানবাহনের লিস্ট থেকে আপনার বাড়ির মালপত্রের পরিমাণ অনুসারে হাউস মুভিং(১ টন), হাউস মুভিং (২ টন) বা হাউস মুভিং কাভার্ড ভ্যান সিলেক্ট করুন। 

আপনার প্রয়োজন অনুযায়ী তাৎক্ষণিক অর্ডার প্লেস করুন অথবা অর্ডার প্রি-শিডিউল করুন।
-তাৎক্ষণিক অর্ডারের ক্ষেত্রে ড্রাইভার ৩০ মিনিটের মধ্যে ডেলিভারির পণ্য পিক-আপ করতে চলে আসবে। 
- প্রি-শিডিউলের ক্ষেত্রে আপনার নির্ধারিত সময় কিংবা দিনে এসে ড্রাইভার আপনার পণ্য পিক-আপ করে নিয়ে যাবে। 
যদি মাল্টিপল স্টপে পণ্য পৌঁছানোর দরকার হয়, তাহলে “ স্টপ যোগ করুন” অপশনটি ক্লিক করে ডেলিভারির ঠিকানা লিখে কনফার্ম করুন। এক অর্ডারে সর্বোচ্চ ২০টি স্টপে ডেলিভারি করা যাবে।

ধাপ ২ঃ নিজের ডেলিভারির প্রয়োজন অনুযায়ী বাহন সিলেক্ট করুন।
যদি বাহনের ধারণক্ষমতা নিয়ে সন্দিহান থাকেন, তাহলে ওপরের ডান পাশে ইনফরমেশন  অপশনে গিয়ে ধারণক্ষমতাগুলো দেখে নিন।

ধাপ ৩ঃ প্রয়োজনে সিলেক্ট করে নিতে পারেন যেকোনো বাড়তি সেবা
ডেলিভারির পাশাপাশি আপনার প্রয়োজন অনুযায়ী বেছে নিতে পারেন বাড়তি সেবা (যেমন লোডিং অথবা আন-লোডিং, ক্যাশ অন ডেলিভারি ইত্যাদি)। 

ধাপ ৪ঃ কোন নির্দেশনা থাকলে যোগ করে বুকিং কনফার্ম করুন

যদি কোন অতিরিক্ত তথ্য আপনার ডেলিভারি ড্রাইভারকে দেয়ার থাকে তাহলে পরের পেজে গিয়ে তা যোগ করুন। নিজের সঠিক ফোন নম্বর এবং পেমেন্ট পদ্ধতি সিলেক্ট করুন। যদি কুপন কিংবা ডিস্কাউন্ট কোড থাকে, যোগ করে দিন। 

সবকিছু সেট করার পর “অর্ডার প্লেস করুন” অপশনে ক্লিক করুন। কিছুক্ষণের মধ্যে একজন ডেলিভারি পার্টনার আপনার অর্ডারটি রিসিভ করবে। 

কিভাবে বাড়ি বদলের ট্রাকের জন্য অগ্রীম বুকিং দেবেন?

Lalamove app এর মাধ্যমে আপনি অর্ডার শিডিউল অর্থ্যাৎ, আপনার সুবিধামতো পিক আপ টাইম সিলেক্ট করতে পারেন।  তাই বাড়ি পরিবর্তনের জন্য কয়েকদিন আগেই অর্ডার শিডিউল করে রাখুন। অর্ডার শিডিউল করতে অর্ডার প্লেসিং পেজে গিয়ে “পিক আপ সময়” ক্লিক করুন এবং “পরে” সিলেক্ট করুন। 

এরপর আপনি ৩০ মিনিট থেকে ৩০ দিন পর্যন্ত পিক আপ টাইম শিডিউল করতে পারবেন।

কিভাবে ড্রাইভারের সাথে যোগাযোগ করবেন?

একবার আপনার সাথে একজন ড্রাইভারের যোগাযোগ হয়ে গেলে আপনি ড্রাইভারের বিস্তারিত দেখতে পারবেন। আপনার অর্ডার কনফার্ম করার জন্য ড্রাইভার ফোন কলের মাধ্যমে আপনার সাথে যোগাযোগ করবে। আপনি যদি আবার ড্রাইভারের সাথে যোগাযোগ করতে চান, ড্রাইভারের বিশদ বিবরণের নিচে "চ্যাট" বা "কল" বোতামে ক্লিক করে ড্রাইভারের সাথে চ্যাট করতে পারেন বা সরাসরি ড্রাইভারকে কল করতে ইন-অ্যাপ চ্যাট ব্যবহার করতে পারেন।

ড্রাইভার আসতে কতক্ষণ লাগবে?

ড্রাইভারের সাথে যোগাযোগ করে অর্ডার কনফার্ম করার পর আপনি ম্যাপের মাধ্যমে তার অবস্থান দেখতে পাবেন।আনুমানিক কতক্ষণ পর তিনি পিক আপ করতে আসবেন  সেই তথ্যও জানতে পারবেন।

লোডিং এবং আনলোডিং এর ক্ষেত্রেও Lalamove এর সহায়তা নিন

বাড়ি পরিবর্তনের সময় অনেক ভারী আসবাবপত্র ওঠানো-নামানোর প্রয়োজন হয়। কাঠের ভারি আসবাবপত্র, কাঁচের জিনিসপত্র ইত্যাদি ওঠানো-নামানোর জন্য যথেষ্ট শারীরিক সক্ষমতা এবং  সাবধানতার প্রয়োজন। Lalamove এর কর্মীরা আপনাদের পণ্য লোডিং ও আনলোডিং করতে সবসময় প্রস্তুত।    পণ্য লোডিং এবং আনলোডিং এর জন্য সাহায্য চাইতে আপনি অ্যাপে গিয়ে বাড়তি সার্ভিসের জন্য রিকোয়েস্ট করতে পারবেন। সেক্ষেত্রে ড্রাইভার বাড়তি চার্জ যোগ করবেন। 

অ্যাপের মাধ্যমে অতিরিক্ত সার্ভিসের রিকোয়েস্ট করবেন কিভাবে?

আপনি ট্রাক ভাড়া করার সময়ই লোডিং-আনলোডিং এর জন্য যদি আপনার অতিরিক্ত সং্খ্যক কর্মীর প্রয়োজন হয়, তাহলে আপনি অ্যাপের মাধ্যমে ট্রাক ভাড়া করার সময়ই বিষয়টি জানিয়ে দিতে পারবেন। অ্যাপের মাধ্যমে বাড়ি বদলের জন্য নির্ধারিত বাহন সিলেক্ট করার সময়ই নিচের ছবিতে প্রদর্শিত কিছু অপশন আসবে। এখান থেকে আপনি আপনার প্রয়োজনীয় অপশনটি সিলেক্ট করতে পারবেন৷ কত জন শ্রমিক চান এবং তাদেরকে কত তলায় উঠে কাজ করতে হবে,সেই  অনুযায়ী অতিরিক্ত পরিষেবার জন্য সার্ভিস চার্জ প্রদান করতে হবে। 

জরুরী নথি পরিবহন

বাসা পরিবর্তনের সময় জরুরী কাগজপত্র যেমন সার্টিফিকেট, আইডি কার্ড, পরীক্ষার প্রবেশপত্র, বিয়ের কাবিননামার মতো জরুরী কাগজপত্র হারিয়ে যাবার মত ঘটনা মাঝেমাঝেই দেখা যায়। হারিয়ে যায় কবি-সাহিত্যিকদের বহু বছরের সাধনায় লেখা বইয়ের পান্ডুলিপিও! এইসব ভোগান্তি এড়িয়ে জরুরী কাগজপত্র অতি সাবধানে আলাদাভাবে যদি নতুন বাসায় নিয়ে যেতে চান সেক্ষেত্রেও Lalamove এর রয়েছে একটি চমৎকার সার্ভিস। নথিপত্র পরিবহনের জন্য এই প্রতিষ্ঠানটির রয়েছে সেডান গাড়ি। এই গাড়িগুলোর মাধ্যমে কাগজপত্র স্থানান্তরে আপনার বেস ভাড়া পড়বে সর্বনিম্ন ১৯৬ টাকা। সেডানের মাধ্যমে ৪০০ কেজি পর্যন্ত পন্য পাঠানো সম্ভব। আপনি যদি চান তাহলে বাসার মালপত্র স্থানান্তরের জন্য একটি ট্রাকের পাশাপাশি জরুরী কাগজপত্র স্থানান্তরের জন্য একটি সেডান ভাড়া করে নিতে পারেন। হ্যাঁ, টাকা একটু খরচ হবে ঠিকই। তবে, কিছু কিছু কাগজপত্রের মূল্য টাকার চেয়ে কম না। সামান্য কিছু খরচ করলে যদি ডকুমেন্টগুলোর নিরাপত্তা নিশ্চিত করা যায়, তাহলে ব্যপারটা  লাভজনক তো বটেই। 

পেমেন্ট করবেন কিভাবে?

ক্যাশ অন ডেলিভারি কিংবা অর্ডার করার সময় অনলাইন পেমেন্টের মাধ্যমে আপনি ট্রাকের ভাড়া পরিশোধ করতে পারবেন।

কুপন কোড এবং বিডিং সুবিধা

'লালামুভ' মোবাইল অ্যাপে অনলাইন বিডিং সিস্টেম চালু রয়েছে। ফলে, আপনি কম রেটে ট্রাক ভাড়া করতে পারবেন। এছাড়াও Lalamove বিভিন্ন সময়ে কুপন কোড প্রদান করে।কুপন কোড ব্যবহার করলে আপনি ডিসকাউন্ট পাবেন।

বাড়ি বদলের জন্য ট্রাক ভাড়ার ক্ষেত্রে যে বিষয়গুলোর প্রতি খেয়াল রাখতে হবে

ট্রাক ভাড়া করার সময় কিছু বিষয়ের  প্রতি খেয়াল রাখতে হবে। যেমন-

আবহাওয়া

আবহাওয়ার দিকে লক্ষ্য রাখা বিশেষভাবে প্রয়োজন। ঝড়-বৃষ্টির দিনে পারতপক্ষে ট্রাক ভাড়া না করাই ভাল। যদি করতেই হয়, তাহলে বৃষ্টির কারনে ট্রাফিক জ্যাম বেড়ে যাবার কারনে ট্রাক আসতে এবং গন্তব্যে পৌছাতে দেরী হলে একটু ধৈর্য্য ধরতে হবে। কারন, প্রকৃতির উপরে মানুষের কোনো হাত নেই।

পার্কিং এর দুরত্ব

বাসা থেকে বেশি দূরে ট্রাক পার্ক করা যাবে না। এতে মালামাল ট্রাক পর্যন্ত পৌছাতেই অনেক ঝামেলা পোহাতে হবে।
মালপত্র অবশ্যই ওয়াটারপ্রুফ প্যাক করতে হবে। কারন যাত্রাপথে বৃষ্টি হোক আর না হোক মালপত্রের  উপর যেকোনো উৎস থেকে পানি পড়ে জিনিসগুলো নষ্ট করে দিতে পারে। 

প্যাকেজ সংরক্ষণ

ভেজা জায়গায় প্যাকেজগুলো রাখবেন না। এতে নেবার আগেই প্যাকেজিং নষ্ট হয়ে যেতে পারে। 
বাসা পরিষ্কার করার সামগ্রী কাছে রাখুন।

ব্যক্তিগত প্রস্তুতি

নিজেদের সাথে অতিরিক্ত কাপড় ও ছাতা রাখুন।

আগেভাগেই কাজ গুছিয়ে রাখা

আগেভাগেই ট্রাক ও লেবার ভাড়া করে রাখুন। বাড়িবদলের সময় মোটেও তাড়াহুড়া করবেন না। শেষে দেখা যাবে ট্রাক আপনার নতুন বাসায় রওনা হয়ে গেছে কিন্তু জরুরি অনেককিছুই আপনি তুলে দিতে ভুলে গেছেন।

অন্যান্য

আরও কিছু কাজ ট্রাক ভাড়ার সময় করা উচিত। যেমন:

ভাড়া যাচাই

আপনি ট্রাক ভাড়ার জন্য যে সার্ভিসই ব্যবহার করুন না কেন, দুরত্ব অনুযায়ী আপনার কাছে ন্যায্য ভাড়া চাওয়া হচ্ছে কি না লক্ষ্য রাখুন। প্রয়োজনে একাধিক প্রতিষ্ঠানের কাছ থেকে ভাড়া যাচাই করুন। অন্যান্য প্রতিষ্ঠানের তুলনায় লালামুভের ভাড়া বেশ কম। তাই ভাড়ার তুলনামূলক চার্টটি অবশ্যই একবার দেখে নেবেন।

ট্রাক/পিকআপ ভাড়ার রশিদ সংগ্রহ করুন

ট্রাক এবং পিকআপ ভাড়া করার সময় ভাড়ার প্রমাণ হিসেবে কোম্পানির কাছ থেকে  রশিদ নিন।  ভাড়া সংক্রান্ত কোনো ঝামেলা হলে তখন এই রশিদ আপনার কাজে আসবে। রশিদে সব তথ্য সঠিকভাবে লেখা আছে কিনা সেটি দেখে নিন। রশিদটি হাতে পাওয়ার পর সাবধানে রাখতে হবে। কাগজে-কলমে সব তথ্য লিপিবদ্ধ থাকলে আপনার প্রতারিত হবার সম্ভাবনা থাকবে না। 


সঠিক ট্রাক বাছাই

আপনার বাসার মোট মালামালের আনুমানিক ওজন কত হতে পারে সেটি মাথায় রেখে ট্রাক/ কাভার্ড ভ্যান বাছাই করুন। আবহাওয়া কেমন সেটির কথাও ট্রাক বাছাইয়ের সময়ে লক্ষ্য রাখতে হবে। যেমন, বৃষ্টির দিনে কাভার্ড ভ্যান সুবিধাজনক। প্রয়োজনে এই ব্যপারে ট্রাক সরবরাহকারী প্রতিষ্ঠানের সাথে পরামর্শ করুন। 


দক্ষ ড্রাইভার বাছাই করুন

ড্রাইভারের লাইসেন্স দেখে নিন। যদি কোনো অনলাইন সার্ভিসের মাধ্যমে ট্রাক পেয়ে থাকেন তাহলে ড্রাইভারের রেটিং দেখুন। অদক্ষ বা অপ্রশিক্ষিত ড্রাইভারের কারনে অনেক অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটতে পারে। তবে এক্ষেত্রে লালামুভের উপরে আস্থা রাখতে পারেন। কারন, Lalamove এর ড্রাইভাররা সবাই দক্ষ ও প্রশিক্ষিত।

অনলাইন বুকিং

ডিজিটাল বাংলাদেশে ট্রাক খুঁজতে ট্রাক স্ট্যান্ডে গিয়ে দৌড়াদৌড়ির কোনো দরকার নেই। লালামুভের মাধ্যমে অনলাইনে ট্রাক বুক করাই এখন বেস্ট সলিউশন। অ্যাপ কিংবা ওয়েবসাইটের মাধ্যমে ঘরে বসে অর্ডার করলেই ট্রাক এসে হাজির হবে আপনার দোরগোড়ায়। 

আবহাওয়া, খরচ, প্যাকেজিংয়ের নিয়ম-কানুন ইত্যাদি সম্পর্কে সচেতন থাকলে, ট্রাক ভাড়ার জন্য Lalamove এর মতো নির্ভরযোগ্য সার্ভিসের সহায়তা নিলে আপনার বাড়ি বদলের পুরো প্রক্রিয়াটিই হবে ঝামেলামুক্ত, নিরাপদ এবং আনন্দময়। 

আপনার বাসা বদলের নির্ভরযোগ্য মাধ্যম হিসেবে বেছে নিতে পারেন লালামুভ-কে। প্রয়োজন অনুযায়ী শহরের সবচেয়ে কম খরচে যেকোনো সাইজের ট্রাক, চৌকষ ড্রাইভার এবং দক্ষ লেবার পেতে এখনই ইন্সটল করুন Lalamove মোবাইল অ্যাপ

Read more