মাল্টিস্টপে পার্সেল ডেলিভারির দ্রুত ও সহজ ডেলিভারি মাধ্যম!
প্রতিদিন ব্যাবসার পরিধি যেভাবে বৃদ্ধি পাচ্ছে এতে করে প্রতিযোগিতামূলক বাজারে ব্যবসা টিকে রাখা অনেক কঠিন হয়ে পড়েছে। এতে করে ব্যবসার সেবার মান উন্নয়ন জরুরি হয়ে পড়েছে।
প্রতিটি গ্রাহক তার ব্যবসার পণ্য খুব দ্রুত তাদের কাস্টমার এর নিকট পাঠাতে হয়।তাছাড়া এসকল পণ্য ভিন্ন ভিন্ন জায়গায় পাঠাতে হয়, তাও আবার খুব নির্ধারিত সময়ে। এতে করে ব্যবসার পরিচালনা কঠিন হয়ে যায়।
কারণ প্রত্যেক সময় গ্রাহকের নিকট সঠিক সময়ে পণ্য পাঠানো সম্ভব হয়ে উঠে না, এতে করে অনেক ব্যবসায়ীর প্রতিদিন নানা গ্রাহক হাত ছাড়া হচ্ছে। তাছাড়া প্রতি অর্ডারে ভাড়া খরচ বেড়ে যাওয়ার পাশাপাশি সময়মতো পণ্য ডেলিভারি করা সম্ভব হয়ে উঠছে না।
প্রতিদিন গ্রাহকের চাহিদা অনুযায়ী পণ্য সরবরাহ খুব চ্যালেঞ্জিং, সময়সাপেক্ষ। সবচেয়ে বড় সমস্যা হল আমাদের প্রতিনিয়ত অধিক খরচ বেড়ে যাওয়া। আমরা যদি গ্রাহকের দিক থেকে ভাবি প্রত্যেক পণ্য যখন যেকোনো অনলাইন প্ল্যাটফর্ম থেকে অর্ডার করে তাহলে, তিনি তার পণ্যটি অবশ্যই নূন্যতম সময় এর মধ্যে চাচ্ছেন। আবার অনেকে খুব তাড়াতাড়ি চাচ্ছেন। আবার কিছু কিছু গ্রাহকের ছোটো এবং মাঝারি ব্যাবসা চালান, তবে তাদের ব্যাবসার প্রতিনিয়ত পণ্য বিভিন্ন জায়গায় পাঠাতে হয়, এক্ষেত্রে তিনি যদি কোনো অনলাইন ডেলিভারি প্ল্যাটফর্ম থেকে পণ্য ডেলিভারি করতে যান, তাহলে তিনি তার এক একটি পণ্য এক এক বার ডেলিভারি করতে হয়।
এতে করে তিনি যেমন ডেলিভারি চার্জ বারবার দিতে হচ্ছে অপরদিকে যারা যারা পণ্যটি ক্রয় করেছেন তাদের ডেলিভারি চার্জ গুনতে হচ্ছে। তবে গ্রাহকের ডেলিভারি নিশ্চিত করার ক্ষেত্রে সবচেয়ে বেশি চাপ নিতে হয় উক্ত ব্যবসার উদ্যোক্তার। একদিকে ডেলিভারি ভিন্ন ভিন্ন জায়গায় পৌঁছানো, আবার অন্য দিকে ডেলিভারি চার্জ নিয়ে একটি ভাবনা সব কিছু মিলিয়ে একটি চ্যালেঞ্জিং এর মধ্যে থাকতে হয়।
কেমন হয় যদি মাল্টিস্টপ এ পণ্য সহজে পাঠানো যায়!
কেমন হতো পণ্য ডেলিভারি করার জন্যে অর্ডার করলাম একটি, ঠিক একই অর্ডারে মাল্টিস্টপ এ পণ্য ডেলিভারি করা যাচ্ছে?
লালামুভ এ পাচ্ছেন ১৯ টি স্টপ পর্যন্ত পণ্য ডেলিভারির সুবিধা তাও আবার একটি অর্ডারে।
এতে করে আপনার পণ্য একটি অর্ডার প্লেস এর মাধ্যমে গ্রাহকের নিকট অতি দ্রুত পণ্য পৌঁছে যাবে।
আসুন বিষয়টি নিয়ে আরো ক্লিয়ার হই!
মিঃ সুমন উনি একজন দর্জি ব্যবসায়ী। তার দর্জি ব্যবসা ছাড়া তিনি ঘরে বসেই অনলাইনে তার নিজের বানানো পাঞ্জাবি বিক্রি করে থাকেন। তিনি আগে মূলত তার এলাকাতেই ব্যবসা করতেন। দিন বদলানোর সাথে সাথে তার ব্যবসার কাস্টমার ও পরিধি দুই বৃদ্ধি পেয়ে যায়। যার ফলে তিনি একটি অ্যাপ ভিক্তিক ডেলিভারি প্ল্যাটফর্ম ব্যবহার করতেন। তারপরেও তার পরিধি যেভাবে বেড়েছে, তাতে তিনি পণ্য ডেলিভারি নিয়ে হিমশিম খেতে হচ্ছিল। পরবর্তীতে তিনি লালামুভ বাংলাদেশ এর মাধ্যমে তার নিজের জন্য একটি পাঞ্জাবি ডেলিভারি করবেন তাও আবার নিজের বোনের বাড়িতে। প্রথমে তিনি একটু চিন্তিত ছিল। কাজটা সঠিক ভাবে হবে কিনা, তারপরেও তিনি এই এক্সপেরিমেন্ট নিজের ক্ষেত্রে করেন। তার অর্ডারের লোকেশন ছিল মূলত পাঁচটি যায়গাতে। প্রথমে তার লোকেশন ছিল মহাখালী থেকে শুরু হয়ে টঙ্গি বাজার পর্যন্ত।কিন্তু এর মাঝে আরও চারটি স্টপে তার কিছু মালামাল ড্রপ করা লাগবে। মালামাল ছিল তার দর্জির কিছু কাপড় যা অন্য কয়টি কারখানায় সেম্পেল হিসেবে দিবেন।
শুরুতে তিনি পিক আপ লোকেশন মহাখালী তে সিলেক্ট করেন এর পর তিনি যথাক্রমে বনানী, খিলখেত উত্তরা, আব্দুল্লাহপুর, টঙ্গী বাজার পর্যন্ত দেন। ফলাফল হিসেবে তার প্রতিটি অর্ডার যথাক্রমে খুব কম সময়ে ডেলিভারি হয়ে যায়।
এখন আপনাদের মনে প্রশ্ন জাগতে পারে এতে করে টাকা এবং সময় দুটি কিভাবে কম লাগলো?
শুরুতে আসি কম টাকাতে ডেলিভারিঃ
যেখানে তার ডেলিভারি চার্জ প্রতি অর্ডারে আসে (অন্যান্য অ্যাপ থেকে ) ঢাকার মধ্যে ১১০ টাকা আর ঢাকার বাহিরে ১৮০। তাহলে সেই হিসেবে তার ডেলিভারি চার্জ আসে ৬২০ টাকা। অন্যদিকে লালামুভ অ্যাপ ব্যাবহার এর মাধ্যমে তার নির্ধারিত লোকেশন অনুযায়ী ডোর টু ডোর প্রাইস পরে ৪৭৮ টাকা। কি কম না? প্রশ্ন টা এখন আপনাদের কাছেই?
এবার আসি সময় কিভাবে কম লাগলো?
আগে যদি একটি করে অর্ডার প্লেস হতো, এতে করে প্রতি ডেলিভারির ক্ষেত্রে একটি করে অর্ডার প্লেস করা লাগতো।আবার প্রতি অর্ডারের বিপরীতে একসাথে পণ্য নির্দিষ্ট টাইমে হাবে নিয়ে যাওয়া, আবার সবচেয়ে বড় চিন্তার বিষয় আপনি একই দিনে ডেলিভারি পাবেন কি না। এর জন্যে আপনার পণ্য ডেলিভারি সময় লাগতো ৮ থেকে ৪৮ ঘণ্টা পর্যন্ত। অন্য দিকে লালামুভ অ্যাপ ব্যাবহার করে আপনি শুধু পিক-আপ আর নির্ধারিত ড্রপ-অফ লোকেশন দিবেন। বাকি কাজ আপনার সময় অনুযায়ী হয়ে যাবে তাও আবার খুব কম খরচে। তাছাড়া অর্ডারটি আপনি ট্র্যাক করতে পারবেন অর্থাৎ আপনি একটি অর্ডারে মাল্টিস্টপ করাতে আপনি একাধিক ডেলিভারি ট্রাক করতে পারবেন। কি সহজ না!
তাহলে লালামুভে অ্যাপ থেকে কিভাবে মাল্টিস্টপ এ অর্ডার ডেলিভারি করবেন?
মাত্র কয়েকটি ধাপেই অর্ডার প্লেস করে ফেলুনঃ
প্রথমে গুগল প্লে স্টোর থেকে লালামুভ অ্যাপ ইন্সটল করুন।
আপনার পিক আপ লোকেশন দিন, এরপর ড্রপ লোকেশন দিন
তারপর আপনার একাধিক লোকেশন অ্যাড এর জন্য অ্যাড স্টপ অপশনে ক্লিক করুন
সর্বোচ্চ ১৯টি পর্যন্ত আপনি ড্রপ অফ লোকেশন অ্যাড করতে পারবেন। আর এতে করে আমাদের ড্রাইভার লোকেশন অনুযায়ী দ্রুত আপনার পণ্য পোঁছে দিবে নির্ধারিত লোকেশনে।
আপনার ব্যবসার দৈনন্দিন কার্যক্রম আরও সহজ করার জন্যে এবং মাল্টিস্টপে পার্সেল ডেলিভারির দ্রুত সহজ মাধ্যম আমরাই, লালামুভ।