Lalamove থেকে Home Shifting Service টি যেভাবে নিবেন

featured image

অসংখ্য হোম শিফটিং সার্ভিসের ভিড়ে ভালো মুভার খুঁজে পাওয়াটা সত্যিই কঠিন। সাশ্রয়ীমূল্য, ঝামেলাহীন হাউজ মুভিং সার্ভিস নিতে তাই আমরা শরণাপন্ন হই অনলাইনের। তবে সেখানেও শত শত ফেইক রিভিউ এর ভিড়ে আসল House Moving Service প্রোভাইডার খুঁজতে গিয়ে খেই হারিয়ে ফেলি।

এর সমাধান কি?

চলুন, জেনে নিই শহরের সবচেয়ে সাশ্রয়ী রেটের হোম শিফটিং সার্ভিস সম্পর্কে যা আপনার হাউজ মুভিং এর মতো দুরূহ কাজকে কিছুটা হলেও সহজ করে তুলবে।

বাংলাদেশের সেরা বাসা বদল সার্ভিস প্রোভাইডার কে? এরকম প্রশ্ন যদি করা হয় তাহলে খুব সহজেই এর উত্তর হতে পারে লালামুভ।

কল করে ট্রাক বুক করার এনালগ পদ্ধতি এবং রেটের অস্পষ্টতাকে দূর করতে যাত্রা শুরু করে লালামুভ। সাশ্রয়ী মূল্য অন ডিমান্ড ডেলিভারিকে সহজতর করতেই হংকং ভিত্তিক টেক লজিস্টিক কোম্পানি লালামুভ এর অগ্রযাত্রা শুরু হয়। ছোট একটি মোবাইল অ্যাপ বা ওয়েবের মাধ্যমে শহরের যেকোনো জায়গা থেকে মাত্র ১ ক্লিকেই বুক করতে পারবেন সেডান, বাইক বা ছোট বড় যেকোনো ট্রাক।

শুধু পিকআপ এবং ড্রপআপ লোকেশন সিলেক্ট করেই আপনার আশেপাশে থাকা ছোট বা বড় ট্রাক ও তার ড্রাইভারের সাথে কানেক্টেড হয়ে যেতে পারেন সহজেই।

আপনার চলমান ডেলিভারি প্রসেসকে রিয়েল টাইম ট্র্যাক করা, ডিজিটাল পেমেন্ট (বিকাশ) সহ অসংখ্য সুবিধা নিয়ে লালামুভ অ্যাপ এখন আপনার হাতের মুঠোয়।

শুধু ব্যক্তিগত কাজে ট্রাক ভাড়া নয়, লাস্ট মাইল ডেলিভারি সমস্যার সমাধানের জন্য শহরের ছোট বড় ব্যবসায়ী, এফ কমার্স উদ্যোক্তা, রেস্টুরেন্ট মালিকসহ অসংখ্য ব্যবসায় প্রতিষ্ঠান ও কোম্পানির স্ট্র্যটেজিক লজিস্টিক পার্টনার হয়ে উঠেছে লালামুভ।

চলুন দেখে নেয়া যাক কিভাবে সাশ্রয়ী হাউজ মুভিং সার্ভিসের সেবাটি আপনি লালামুভ মোবাইল অ্যাপ থেকে নিতে পারেন।

প্রথমেই গুগল প্লেস্টোর বা অ্যাপ স্টোর থেকে লালামুভ মোবাইল অ্যাপটি ইন্সটল করুন। আপনার মোবাইল নাম্বার দিয়ে সাইন আপ করুন। অনেকসময় মোবাইলে ওটিপি নাও আসতে পারে বিশেষ করে নাম্বারটি যদি বাংলালিংক হয়ে থাকে। সেক্ষেত্রে ওটিপি পেতে আপনার এসএমএস ইনবক্সের পাশাপাশি হোয়াটসঅ্যাপটিও চেক করতে পারেন। ওটিপি বসিয়ে আপনার সাইন আপ সম্পন্ন করুন।

সফলভাবে লগইন করার পর আপনার পিকআপ এবং ড্রপআপ লোকেশন সেট করুন। সময় এবং তারিখ সিলেক্ট করুন। হাউজ মুভিং এর প্যাকেজগুলো থেকে আপনার প্রয়োজন অনুযায়ী ১ টন বা ২ টন ট্রাকের সার্ভিসটি সিলেক্ট করুন। মালামাল বেশি হলে অতিরিক্ত লেবার যুক্ত করুন। আমাদের লেবার আপনার পণ্য শুধু ট্রাকে উঠাতে এবং নামাতে সহযোগিতা করবে। আপনি পরবর্তীতে লেবারের সাথে নেগোশিয়েট করে উপরতলা থেকে মালামাল নামানোর এবং ড্রপআপ লোকেশনে মালামাল ট্রাক থেকে নামানোর পর উপরতলায় উঠানোর ব্যাপারে সহায়তা নিতে পারেন। অর্ডারটি প্লেইস করার সময় আপনার নেয়া হোম শিফটিং সার্ভিসটিতে ৬০% ডিসকাউন্ট পেতে LALAHOME কুপনটি ব্যবহার করুন।

ওয়েটিং ফি থেকে বাঁচতে আপনার মালামাল আগে থেকেই প্যাক করে রাখুন। এতে আপনার ঝামেলাও কম হবে, ভুল হওয়ার সম্ভাবনা কমবে। পাশাপাশি ড্রাইভারের সময়ও বাঁচবে। ড্রাইভার তার লেবারসহ আন্তরিকতার সাথে আপনাকে সহায়তা করবে। মনে রাখবেন ড্রাইভার কিন্তু লেবার নন। উনি লেবারদের সাথে কাজ করতে বাধ্য নন।

লালামুভ এর কোনো হটলাইন নাম্বার নেই। ফেসবুক পেইজে মেসেজ করেও আপনার কাঙ্ক্ষিত সহায়তা নাও পেতে পারেন। তাই যেকোনো প্রয়োজনে কাস্টমার সাপোর্ট পেতে অ্যাপের হেল্প সেন্টার/সাহায্যকেন্দ্র থেকে লাইভ সাপোর্ট নিন।

হ্যাপি হোম শিফটিং। লালামুভ।

Read more