বাসা শিফটের সময় প্যাকিংয়ের প্রয়োজনীয় ৫টি টিপস
বাসা পরিবর্তন সবার জন্যই চ্যালেঞ্জিং। অনেকদিন এক জায়গায় থেকে, সেখান থেকে সবকিছু গুটিয়ে নিয়ে অন্য স্থান আবার কোনো কোনো ক্ষেত্রে অন্য জেলা বা দেশে চলে যাওয়া সহজ কথা নয়। কিন্তু সবারই এই অভিজ্ঞতার মধ্য দিয়ে যেতে হয়। বাসা শিফটের সাথে অনেকগুলো বিষয় যুক্ত থাকে।
প্রথমেই, চলে আসে প্যাকিংয়ের কথা। বাসা শিফটের একটি বড় অংশ জুড়ে থাকে প্যাকিং। প্যাকিং সঠিকভাবে না হলে, পুরো প্রক্রিয়াই অনেক কঠিন হয়ে যায়। আপনি যদি কোনো হোম শিফটিং সার্ভিস ব্যবহার করেন, সেক্ষেত্রেও ভালো করে প্যাকিং না হলে মুভারদের কষ্ট হয়ে যায়।
প্যাকিং খুব একটি আনন্দের কাজ নয়। বিশেষ করে বাসা বদলের সময়, অন্যান্য সব কাজের মাঝে এটি খুব জটিল মনে হতে পারে। তবে, ইতিবাচকভাবে দেখলে এই কঠিন কাজ শেষে এক ধরনের তৃপ্তিও পাওয়া যায়। সেজন্য প্রয়োজন সঠিক পরিকল্পনা এবং কার্যকর পদ্ধতি প্রয়োগ করা। আজকে এমনি পাঁচটি পদ্ধতি আর টিপস নিয়ে আলোচনা করবো, যাতে আপনার বাসা বদল হবে নির্বিঘ্নে এবং প্যাকিংয়ে হবে সহজে।
১। ডিক্লাটার
ঘরের সব জিনিস একসাথে প্যাক করা কষ্টকর হওয়া স্বাভাবিক। সেক্ষেত্রে প্রথমেই অপ্রয়োজনীয় জিনিস সরিয়ে ফেলা উচিত। এতে প্যাকিংয়ের জটিলতা কমবে, জিনিস কমবে, নতুন বাড়িতে বাড়তি চাপ থাকবে না। যা ঘর গোছাতেও সাহায্য করবে। চাইলে প্রতি রুম বা আসবাবপত্র ধরে ধরে কম দরকারি অথবা একেবারেই লাগবে না এমন জিনিসের লিস্ট করুন। এরপর এদের তিনটি ভাগে ভাগ করুন।
প্রথম ভাগে থাকতে পারে এমন জিনিস যা পরে প্রয়োজন হতে পারে। সেক্ষেত্রে নিজেকে প্রশ্ন করুন, আপনি গত এক বছরে এটি ব্যবহার করেছেন কি না অথবা আসলেই এর দরকার আছে না কি। দ্বিতীয় ভাগে, বিক্রি করতে পারেন এমন জিনিস রাখুন। হতে পারে পুরানো আসবাবপত্র, পোশাক অথবা ঘর সাজানোর জিনিস। শেষ ভাগের জিনিস চাইলে আপনি ডোনেট করে দিতে পারেন, অথবা কারো প্রয়োজন হলে দিয়ে দিতে পারেন।
২। গুরুত্বপূর্ণ ডকুমেন্টের ফোল্ডার তৈরি করুন
একটি ফোল্ডারে নতুন ঠিকানা, প্রয়োজনীয় তথ্য, বাড়ি/ফ্ল্যাট কেনা অথবা ভাড়া নেওয়ার কাগজপত্র, চুক্তি ইত্যাদি কাগজপত্র গুছিয়ে রাখুন। যাতে দরকারি কাগজ হাতের কাছেই থাকে। তাছাড়া কম্পিউটার বা ফোনের ব্যাটারি শেষ হয়ে গেলে বা ক্ষতিগ্রস্ত হলেও, গুরুত্বপূর্ণ কাগজ নষ্ট হওয়ার ভয় থাকবে না।
৩। সময় নিয়ে প্যাক করুন
সাধারণত, কয়েক সপ্তাহ বা মাস আগে বাসা শিফটের সিদ্ধান্ত নেওয়া হয়। তাই সময় নিয়ে প্যাকিং শুরু করা উচিত। অফ-সিজন আইটেম বা যা এখনই লাগবে না তা আগে প্যাক করুন। যেমন গরমের সময় শীতের পোশাক আগে প্যাক করতে পারেন এবং অন্যান্য আইটেমগুলো পরে। ফলে অনেক কিছু আগে থেকেই প্রস্তুত থাকবে।
প্যাকিংয়ের সরঞ্জাম কিনুন
কার্টন, বক্স কাটার, অ্যাডহেসিভ ব্যান্ডেজ, মার্কার, প্যাকিং টেপ, আবর্জনা ফেলার ব্যাগ, দড়ি ইত্যাদি অর্ডার করুন বা কিনুন। চাইলে, একটি চেকলিস্ট ধরে সঠিক পরিকল্পনা করে কাজ করতে পারেন। যেমন, হয়তো আপনি একদিনে পাঁচটি বক্স বা একদিনে দুটো রুমের জিনিস প্যাক করতে পারেন।
প্রয়োজনীয় জিনিস সাথে রাখুন
যাওয়ার আগের রাতে, প্রতিদিনের প্রয়োজনীয় জিনিস - পোশাক, টুথব্রাশ, বাচ্চাদের ব্যবহৃত জিনিস, ওষুধ, কাগজপত্র ইত্যাদি - একটি স্যুটকেস বা ব্যাগে আপনার সাথে রাখবেন। ফলে, নতুন বাসা গোছানোর আগে গুরুত্বপূর্ণ জিনিসগুলো আপনার সাথেই থাকবে। আপনাকে কষ্ট করে কিছু খুঁজতে হবে না এবং কোনো জিনিস হারানো বা নষ্ট হওয়ার ভয় থাকবে না।
৪। সঠিকভাবে প্যাকিং
প্যাকিংয়ের কিছু নিয়ম রয়েছে। বস্তুভেদে, আকার, আকৃতি এবং ওজনভেদে প্যাকিং করা উচিত। এতে বাসা শিফটের কাজ অর্ধেক কমে যায়।
সঠিক আকারের বক্স ব্যবহার করুন
বই বা অন্যান্য ভারি জিনিস ছোট বক্সে প্যাক করুন। লিনেন এবং বালিশের মতো হালকা আইটেম বড় বক্সে প্যাক করা যেতে পারে। চাইলে নিজের যেকোনো স্যুটকেস বা চাকাযুক্ত লাগেজে ভারি জিনিস রাখতে পারেন এবং ছোট ব্যাগে বালিশ, কম্বল, লিনেন বা কাপড় রাখা যেতে পারে।
বক্সের নিচের অংশে ভারী আইটেম রাখুন, উপরে হালকা আইটেম রাখুন। যদি আপনি নিজে ট্রাকে লোড করেন, ভারসাম্যের জন্য প্রথমে সবচেয়ে ভারী বক্সগুলো সামনের দিকে রাখুন।
বক্সে কোনো খালি জায়গা রাখবেন না, পোশাক, তোয়ালে বা প্যাকিং কাগজ দিয়ে ফাঁকা অংশগুলো পূরণ করুন। একই বাক্সে বিভিন্ন ঘরের আইটেম রাখা এড়িয়ে চলুন। বক্সগুলো ভালোভাবে টেপ দিয়ে আটকানো উচিত।
জুতা প্যাক করার সময় ধারালো হিল বা যাতে অন্য জুতার ক্ষতি না হয় এবং এক জোড়া জুতার ময়লা যাতে আপনার বাকি জুতাগুলো নষ্ট না করে; তার জন্য আলাদাভাবে মুড়ে নিন।
সঠিক লেবেলিং
প্রতিটি বক্স লেবেলিং করুন। লেবেলিংয়ের ক্ষেত্রে বক্সে কী কী আছে, কোন রুমে যাবে এসব বিস্তারিত লেখার চেষ্টা করবেন। এতে আনপ্যাক সহজ হবে এবং কিছু খুঁজে পেতেও কম সময় লাগবে। একটি ছোট নোটবুকে বক্সের সংখ্যা এবং কী কী প্যাক করেছেন তার ট্র্যাক রাখতে পারেন।
আর্টওয়ার্ক বা দামি জিনিস প্যাকিং
আর্টওয়ার্ককে নিরাপদ রাখতে কীভাবে প্যাক করতে হয় জেনে নিন। যেমন সাধারণ কাগজে অয়েল পেইন্টিং মোড়ানো উচিত নয়। ছবি প্যাকের সময় মাস্কিং টেপ দিয়ে একটি X তৈরি করুন। তারপরে ছবিগুলোকে কাগজে বা বাবল র্যাপের মোড়কে একটি ফ্রেমের বক্সে রাখুন। আরও সুরক্ষার জন্য প্রতিটি ফ্রেমের মধ্যে পিচবোর্ডের টুকরো দিয়ে রাখুন৷
আসবাবপত্র স্ক্র্যাচ বা ক্ষতিগ্রস্ত হওয়া থেকে রক্ষা করার জন্য আপনার আসবাবপত্র মোড়ানো উচিত। আপনি এর জন্য বিছানার পুরানো চাদর ব্যবহার করতে পারেন।
পোষা প্রাণী এবং গাছপালা পরিবহণ
পোষা প্রাণীদের বিছানা এবং খেলনাসহ একটি ক্যারিয়ারে পরিবহণ করে নিরাপদ এবং চাপমুক্ত রাখুন। তাদের খাবার, পানি এবং ওষুধ নিশ্চিত করুন। সম্ভব হলে গাছপালা নিজের সাথে রাখুন। এগুলো ট্রাকে রাখা এড়িয়ে চলুন কারণ, বেশি তাপমাত্রা তাদের ক্ষতি করতে পারে। শিফটিংয়ের আগে ভালোভাবে পানি দিন এবং খুব বেশি নড়াচড়া না করার চেষ্টা করুন।
রান্নাঘরের জিনিস প্যাকিং
রান্নাঘরের প্রতিটি আইটেম প্যাকিংয়ের বিভিন্ন ধরনের নিয়ম রয়েছে। প্রতিটি প্লেটের চারপাশে প্যাকিং কাগজ রাখুন, তারপরে আরও কাগজ দিয়ে মুড়ে দিন। প্লেট বা বাটির সাইড থেকে প্যাক করুন এবং উপরে এবং নিচে প্যাডিং হিসাবে বেশি করে কাগজ ব্যবহার করুন। কাপ এবং বাটি একটির ভিতর আরেকটি রেখে তার মধ্যে কাগজ দিয়ে এবং একটি বান্ডিলে তিন বা চারটি মুড়িয়ে প্যাক করা যেতে পারে।
কাছাকাছি বাসা বদলের ক্ষেত্রে ফ্রিজের জিনিসের জন্য কুলার ভালো পদ্ধতি। প্যান্ট্রি আইটেম একসাথে প্যাক করুন এবং লিক রোধ করতে পানির বোতলের ক্যাপের চারপাশে টেপ করুন।
৫। হোম শিফটিং সার্ভিস বুক করুন
চাইলে আপনার কাজ সহজ করতে কোনো হোম শিফটিং সার্ভিস নিতে পারেন। সেক্ষেত্রে প্যাকিং, বাসা শিফট, নতুন বাড়িতে আসবাবপত্র গোছানো অনেক আরামের হবে। তাছাড়া তারা যেহেতু প্রফেশনাল এবং অভিজ্ঞতাসম্পন্ন, বিভিন্ন জিনিস প্যাকিং থেকে শুরু করে তা হ্যান্ডেল করা তাদের জন্য সহজ। সাথে আপনার প্রিয় জিনিসও নিরাপদ থাকবে। সেক্ষেত্রে, সময় নিয়ে বুক করলে আপনার খরচও কমবে এবং আপনি চিন্তামুক্ত থাকবেন।
বাসা বদল সবার জন্যই গুরুত্বপূর্ণ একটি বিষয়। একইসাথে এটি একটি পরিশ্রমের কাজ। অনেকেই দুশ্চিন্তাগ্রস্ত হয়ে পড়েন এই সময়ে। বিশেষ করে, প্যাকিং শুরু হওয়ার সাথে সাথেই অনেকে তাড়াহুড়া করে অথবা সঠিক নিয়ম না জানায় ঝামেলায় পড়ে। তাই মাথা ঠান্ডা রেখে, পরিকল্পনা ধরে আগালেই এই কাজ সহজ হয়ে যাবে। আশা করি, আমাদের নিয়মগুলো আপনার বাসা শিফটের পুরো প্রক্রিয়াকে সহজ করে তুলবে।
আপনার বাসা বদলের নির্ভরযোগ্য মাধ্যম হিসেবে বেছে নিতে পারেন লালামুভ-কে। প্রয়োজন অনুযায়ী শহরের সবচেয়ে কম খরচে যেকোনো সাইজের ট্রাক, চৌকষ ড্রাইভার এবং দক্ষ লেবার পেতে এখনই ইন্সটল করুন Lalamove মোবাইল অ্যাপ।